পৌরসভার উদ্দ্যগে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অত্যাধুনিক জন শৌচাগার
1 min read
তপন চক্রবর্তী--উত্তর দিনাজপুর–উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে তৃণমূল পরিচালিত পৌরবোর্ড শহরের উন্নয়নে যে ভাবে কালিয়াগঞ্জ শহরকে পরিকল্পিত রূপ দিতে চলেছে তা বলার অপেক্ষা রাখেনা।কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কার্তিক পাল এক সাক্ষাৎকারে জানান এই শহরে প্রতিদিন নানান কাজে বহুমানুস আসে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আসে প্রচুর মহিলা।আমাদের এই পৌর সভা দীর্ঘ দিনের পৌর সভা হলেও সাধারণ মানুষের প্রয়োজনে ছিলনা কোন জন শৌচাগার।বিশেষ করে বাইরে থেকে যেসব মহিলারা আসেন তারা খুব অসুবিধায় পড়েন।তাই কালিয়াগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ স্থানে বেশ কয়েকটি জন শৌচাগার নির্মাণ করবার জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠালে রাজ্য সরকার সম্প্রতি ৪০টি জন শৌচাগার নির্মাণের জন্য দুই কোটি টাকা মঞ্জুর করে পাঠিয়ে দিয়েছে।এই অত্যাধুনিক জন শৌচাগার গুলি শহরের গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় নির্মাণ করা হবে বলে চেয়ারম্যান কার্তিক পাল জানান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনি বলেন মহেন্দ্র গঞ্জ বাজার,মহেন্দ্র গঞ্জ নাটমন্দির,ধনকোল হাট ছাড়াও শহরের গুরুত্বপূর্ণ উচ্চ বিদ্যালয়ে এই জন শৌচাগার নির্মাণের কাজ খুব শীঘ্রই শুরু জরে দেওয়া হবে। কার্তিক বাবু বলেন এই জন শৌচাগার প্রতিটির জন্য নির্মাণ ব্যায় হবে ৫-২০লক্ষ টাকা করে। কালিয়াগঞ্জ শহরে জন শৌচাগার গুলি নির্মাণ করা হয়ে গেলে কালিয়াগঞ্জ শহরে এসে সাধারণ মানুষকে আর সনস্যায় পড়তে হবেনা। কালিয়াগঞ্জ শহরে অত্যাধুনিক জন শৌচাগার নির্মাণ হচ্ছে এই খবরের জন্য কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যানকে শহরের মানুষ ধন্যবাদ জানিয়েছেন বলে জানা যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});