January 12, 2025

প্রেস কনফারেন্স করলেন তৃণমূল এর দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি বিপ্লব মিত্র

1 min read
কমল কুমার বিশ্বাস ,বালুরঘাট ,23শে আগস্ট :-আজ বালুরঘাটের সুবর্ণতটে প্রেস কনফারেন্স করলেন তৃণমূল এর দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি বিপ্লব মিত্র l এছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি  প্রবীর রায়,বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান রাজেন শীল ও অন্যান্যরা l আজ বিপ্লব বাবু বালুরঘাট ব্লকের দলীয় সভাপতি হিসাবে প্রবীর রায় এর নাম ঘোষণা করেন l 


         

সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে বালুরঘাট ব্লকে শাসক শিবিরের বিপর্যয়কেই ব্লক সভাপতি পরিবর্তনের মূল কারণ ভাবছে রাজনৈতিক মহল l এছাড়াও গত বছরের বিধ্বংসী বন্যায় পূর্বতন সভাপতির ভূমিকাও এই পরিবর্তনের কারণ হিসাবে কাজ করে থাকতে  পারে বলে ভাবছেন সাধারণ মানুষ l এই খবর পাবার সাথে সাথেই বালুরঘাট ব্লকের তৃণমূল কংগ্রেসের দূর্দিনের কর্মীরা আনন্দে মেতে ওঠেন পৌরসভা চত্বরে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


           গত পঞ্চায়েত নির্বাচনে বালুরঘাট ব্লকের 11 টি অঞ্চলের মধ্যে তৃণমূল একক  ভাবে  পেয়েছে মাত্র একটি অঞ্চল (ভাটপাড়া), বিজেপি পেয়েছে 3টি অঞ্চল(পতিরাম,ডাঙ্গা,বোল্লা)। বাকি 7টি ত্রিশঙ্কু।
 এছাড়াও বালুরঘাট পঞ্চায়েত সমিতির 32 টি আসনের মধ্যে মাত্র 17 টি পেয়েছিল তৃণমূল কংগ্রেস


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *