বিজ্ঞান মঞ্চের উদ্যোগে কুনো র উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি ও সর্প বিষয়ক আলোচনা
1 min readবিজ্ঞান মঞ্চের উদ্যোগে কুনো র উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি ও সর্প বিষয়ক আলোচনা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৮ই জুলাই:সোমবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কাdলিয়াগঞ্জ শাখার উদ্যোগে কালিয়াগঞ্জ ব্লকের কুনোর কে সি উচ্চ বিদ্যালয়ে অরন্য সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত বৃক্ষরোপন কর্মসূচী এবং সর্প বিষয়ে একটি সচেতনতামুলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্বাগত ভাষণ দেন বিদ্যালযের প্রধান শিক্ষক শ্রী বিশ্বজিৎ দাস মহাশয় ৷ “পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা ” এই শীর্ষক আলোচনায় আলোকপাত করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলার সহসভাপতি ড. পিযুষ দাস। উপস্থিত ছিলেন শ্রী তপন কুমার চক্রবর্তী ৷
সর্প বিশেষজ্ঞ শ্রী মিঠু মল্লিক স্লাইড শোয়ের মাধ্যমে সর্প পরিচিতি এবং সাপে কাটার সঠিক আধুনিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করেন ৷ উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি কার্তিক পাহান সম্পাদক সুজয় সরকার বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা গন ও ছাত্র ছাত্রী গন।