January 12, 2025

পঞ্চায়েত বোর্ড গঠনে কংগ্রেসের একলা চলো নী তিকে গুরুত্ব দিলনা কালিয়াগঞ্জ কংগ্রেস

1 min read
তপন চক্রবর্তী-–উত্তর দিনাজপুর জেলা  কংগ্রেসের সাধারণ সম্পাদকের হুইপের কোন রকম তোয়াক্কা না করেই কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক প্রমথ নাথ রায় কোন রকম নীতির ধারে পাশে না গিয়ে কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম পঞ্চায়েতে বিজেপি-কংগ্রেস মিলিজুলি বোর্ড গঠন করে জেলা কংগ্রেসকে হারেহারে বুঝিয়ে দিল তারা কোনভাবেই জেলা কংগ্রেসের সিদ্ধান্ত মানতে বাধ্য নয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কালিয়াগঞ্জ কংগ্রেসের মূল কথা কংগ্রেসের কাছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপির চেয়েও বড় শত্রু শাসক তৃণমূল কংগ্রেস।কারন কংগ্রেস দলটিকে এই রাজ্যে সাইনবোর্ড সর্বস্ব করে দেবার মূলেই এই দলটি।তাই তৃণমূল কংগ্রেস যাতে কোন ভাবেই, পঞ্চায়েত দখল করতে না পারে তা রুখতেই আমরা কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেস মালগাঁও গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনে বিজেপিকে সমর্থন করেছি। এটা যদি দোষের কিছু হয় তাহলে আমাদের কিছু করার নেই বলে জানান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কারন আমাদের নীচু তলার কর্মীদের নিয়েই কাজ করতে হয়,তাদের মতামতকে সন্মান জানাতে হয় বললেন কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি তথা বিধায়ক প্রমথ নাথ রায়।অথচ,গত বুধবার উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ সাংবাদিকদের জানান নীতিগত কারনে তৃণমূল ও বিজেপি থেকে সমদুরত্ব বজায় রাখতে তিনি তাদের দলের নির্বাচিত প্ৰর্তিনিধিদের হুইপ জারি করেছেন।এটা কেমন হুইপ যে হুইপ দলের গ্রাম পঞ্চায়েত সদস্যতো দূরের কথা কংগ্রেস দলের, ব্লক সভাপতি তথা বিধায়কের   কাছেও গুরুত্বহীন? যদিও উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ সাংবাদিকদের এও  বলেছিলেন ২০১৯ সের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস নেতৃত্ব তৃণমূল নেত্রীর সাথে যতই জোট করবার চেষ্টা করুন উত্তর দিনাজপুর জেলায় সেটা সেগুড়ে বালি। কংগ্রেসের নিচু তলার কর্মীদের বক্তব্য জেলার ক্ষেত্রে জেলা কংগ্রেস যদি লোকসভা নির্বাচনের সময় শাসক তৃণমূলের সাথে কোনভাবেই জোট না বাধে তাহলে কালিয়াগঞ্জ ব্লক  কংগ্রেস শাসক তৃণমূলকে দূরে রেখে বিজেপির সাথে জোট করে মালগায় কোন অন্যায় কংগ্রেস দল করেনি বলেই কংগ্রেস কর্মীরা জানান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *