হাওড়ার বেলুড়ে জমকালো রাখীবন্ধন উৎসব:-
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কৌশিক ঘোষ,হাওড়া:– রবিবার বিকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হাওড়া পৌরনিগমের ৫৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা পল্টু বনিকের উদ্যোগে বেলুড় মঠ বাসস্ট্যান্ডে জিটি রোডের ধারে রাখীবন্ধন উৎসব অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে সাংসদ প্রসূন ব্যানার্জী, সাংসদ অনুপম হাজরা, বিধায়ক বৈশালি ডালমিয়া, হাওড়া পৌরনিগমের পৌরপিতা পল্টু বনিক, উওরপাড়া কোতরং পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব, পৌরপিতা সুব্রত মুখার্জী, হাওড়া পৌরনিগমের পৌরপিতা তফজিল আহমেদ, রাজীব থামান,বলরাম ভট্রাচার্য, পৌরমাতা লক্ষী সহানী, চৈতালি বিশ্বাস সহ সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সাংসদ প্রসূন ব্যানার্জী
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাখীবন্ধন উৎসবের সাফল্য কামনা করে সকল মানুষের যাতে ভালো কাটে সেই প্রার্থনা করেন। বিধায়ক বৈশালি ডালমিয়া ও বালীর মানুষকে রাখীবন্ধনের শুভেচ্ছা জানান। সাংসদ অনুপম হাজরা বীরভূম থেকে হাওড়ার বেলুড়ে এসে রামকৃষ্ণদেব ও বিবেকানন্দ এর পূর্ণ্য ভূমিতে আসতে পেরে নিজেকে গর্বিত বোধ করছেন বলেও জানান। মহিলারা বেলুড়মঠে আগত সকল মানুষ জন, জিটি রোডে কর্মরত ট্রাফিক পুলিশ, ও পথ চলতি মানুষদের রাখি পরিয়ে দেন ।।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});