December 22, 2024

কলিয়াগঞ্জে রথ যাত্রা উৎসবকে কেন্দ্র করে জোর প্রস্তুতি,উদ্বোধন হবে জগন্নাথ দেবার নুতন মন্দির

1 min read

কলিয়াগঞ্জে রথ যাত্রা উৎসবকে কেন্দ্র করে জোর প্রস্তুতি,উদ্বোধন হবে জগন্নাথ দেবার নুতন মন্দির

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ২১জুন:বিগত দুবছর কোভিড পরিস্থিতির জন্য সরকারি বিধি নিষেধ থাকার কারনে বন্ধ ছিল।কিন্তু এবার সব দিক দিয়েই বিগত বছরের তুলনায় ভালো থাকায় এবার কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে রথযাত্রা উৎসবের জোর প্রস্তুতি।আগামী ১লা জুলাই থেকে রথ যাত্রা উৎসব উপলক্ষে শুরু হবে আট দিন ব্যাপী মেলা।

কালিয়াগঞ্জ নাট মন্দির কমিটির সাধারন সম্পাদক প্রকাশ কুন্ডু জানান এবার তাদের নাট মন্দির প্রাঙ্গণে জগন্নাথ দেবের নুতন মন্দিরের শুভ সূচনা হবে।মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে।সংস্থার সাধারন সম্পাদক প্রকাশ কুন্ডু বলেন এবার আনুমানিক পাঁচ লক্ষ টাকা ব্যয়ে ১৬,৫ফুট উচ্চতা বিশিষ্ট একটি নুতন রথ বানানোর কাজ চলছে।তিনি বলেন এবারের কালিয়াগঞ্জের রথ যাত্রা উৎসবের প্রধান আকর্ষণ নুতন রথ এবং জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন।আগামী ১লা জুলাই থেকে আট দিন ধরে নাট মন্দির প্রাঙ্গণে একটি বড় মেলা বসবে। মেলাকে ঘিরে এখন থেকেই কালিয়াগঞ্জের মানুষ অপেক্ষা করে আছে কবে সেই ১লা জুলাই আসবে তার অপেক্ষায়।কালিয়াগঞ্জ নাট মন্দির কমিটির সভাপতি সুনীল সাহা এক প্রশ্নের উত্তরে বলেন উত্তরবঙ্গের কালিয়াগঞ্জ শহরে মত এত বড় নাট মন্দিরআর কোথাও নেই।তিনি বলেন খুব শীগ্রই মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গণে ১০ লক্ষ টাকা ব্যয়ে একটি কমিউনিটি হলের কাজ শুরু হবে বলে তিনি জানান।তিনি বলেন আগামী পাঁচ বছরের মধ্যে এই মন্দির প্রাঙ্গনকে আরো নুতন করে সাজিয়ে তোলার পরিকলনা তাদের আছে বলে সুনীল সাহা জানান।

6 thoughts on “কলিয়াগঞ্জে রথ যাত্রা উৎসবকে কেন্দ্র করে জোর প্রস্তুতি,উদ্বোধন হবে জগন্নাথ দেবার নুতন মন্দির

  1. But if you already have low blood pressure or are taking another medication to lower your blood pressure, PDE-5 inhibitors can make your blood pressure drop lower than intended, which can be dangerous DailyMed-a, 2022; DailyMed-b, 2022 tadalafil cialis from india A wide circular base allows the dildo to be used as a strap-on with harness systems, while also acting as suction cup that can be pressed securely on walls, windows, counter-tops, and more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *