মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে কালিয়াগঞ্জে জোর কদমে চলছে টেলারিং প্রশিক্ষণ
1 min readমহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে কালিয়াগঞ্জে জোর কদমে চলছে টেলারিং প্রশিক্ষণ
তন্ময় চক্রবর্তী, কালিয়াগঞ্জ আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের জাতীয় গ্রামীণ জীবন জীবিকা মিশন -এর আওতায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এখন স্বনির্ভর হচ্ছেন বিভিন্ন জায়গায়।
যে প্রকল্পের মাধ্যমে মহিলারা হাতে কলমে সেলাইয়ের প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হচ্ছেন। ফলে গ্রাম এবং শহরের দরিদ্র মহিলাদের মুখে হাসি ফুটেছে।এমন চিত্রই দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভা এলাকায়। যেখানে প্রচুর মহিলারা হাতে কলমে জাতীয় নগর জীবিকা মিশনের মাধ্যমে সেলাই এর প্রশিক্ষণ পেয়ে এখন তাঁরা পোশাক তৈরি করতে ভীষন ব্যস্ত। জেলার বিভিন্ন প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের স্কুলের পোশাক বানাচ্ছেন তাঁরা।
জানা যায় প্রথম অবস্থায় তারা স্কুলের ড্রেস তৈরি করলেও পরবর্তীতে তাঁরা ডাক্তার, নার্স সহ সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষদের পোশাক তৈরি করবেন।কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা জানান, প্রায় ১৬ হাজার ছাত্রছাত্রীর পোশাক তৈরি হবে। সেই কাজও এই প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা পাবেন। এচাড়াও তাঁরা নিজেরাও নিজেদের মতো করেও কাজ করতে পারবেন। ফলে স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে পারবেন। এই কাজ পেয়ে খুশি মহিলারাও।কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা জানান, প্রায় ১৬ হাজার ছাত্রছাত্রীর পোশাক তৈরি হবে। সেই কাজও এই প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা পাবেন। এচাড়াও তাঁরা নিজেরাও নিজেদের মতো করেও কাজ করতে পারবেন। ফলে স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে পারবেন। এই কাজ পেয়ে খুশি মহিলারাও।
BTC may be the latest or last chance to get rich in this era. It will reach $200000 next year or the next year.
BTC has increased 20 times in the last year, and other coins have increased 800 times
Think about only $2 a few years ago. Come to the world’s largest and safest virtual currency exchange Binance to Get free rewards. Don’t miss the most important opportunity in life
https://hi.switchy.io/91xl