খো-খো প্রিমিয়র লিগে খেলার সুযোগ পেল ডালিমগাও স্পোর্টস একাডেমির জয়ন্ত ও সুনু
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–উত্তরবঙ্গের শিলিগুড়িতে অনুষ্টিত হতে যাওয়া আই পি এল ধাঁচের খো-খো প্রিমিয়র লিগে উত্তর দিনাজপুর জেলার ডালিমগাও স্পোর্টস একাডেমির দুই খো-খো খেলোয়াড় জয়ন্ত দেবশর্মা ও সুনু বর্মন সুযোগ পেল বলে শুক্রবার জানালেন ডালিমগাও স্পোর্টস একাডেমির কর্নধার বরুন দাস। বরুনবাবু বলেন শিলিগুড়ি মহকুমা খো-খো সংস্থা ও উল্কা ক্লাবের যৌথ উদ্দ্যগে এই খেলা আগামী ৫ই সেপ্টেম্বর থেকে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তিনি বলেন এই খো-খো প্রিমিয়র লিগে আমাদের ডালিমগাও স্পোর্টস একাডেমির দুই খেলোয়াড় নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত।তিনি বলেনএই খেলায় ছেলেদের ৬টি দল ও মেয়েদের ৪টি দল অংশগ্রহণ করবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনি আরো জানান অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া খো-খো খেলাকে মান্যতা দিয়েছে। আগামী এশিযাডে খো-খো খেলা অন্তর্ভুক্ত হবার সম্ভাবনা প্রবল। বরুন বাবু বলেন ডালিমগাও স্পোর্টস একাডেমির দুই খেলোয়াড় আমাদের গর্ব।এরা রাজ্য স্তরে বেশ কয়েকবার খেলে আসছে।এরা দুজনেই দিনমজুর পরিবারের ঘরের ছেলে মেয়ে।এই দুই খো-খো খেলিয়ার আমাদের উত্তর দিনাজপুর জেলার মুখ উজ্জ্বল যে করবে
ই এ বিষয়ে কোন সন্দেহ নেই।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});