উত্তর দিনাজপুরে পুলিশ সুপার বদলি
1 min read
উত্তর দিনাজপুরঃ দুমাস পার হতে না হতেই উত্তর দিনাজপুর জেলার এস পি বদলের পত্র এসে পৌচ্ছাল জেলায় ।পঞ্চায়েত ভোটে জেলায় তেমন ভালো ফল না করতে পারায় জেলা শাসন ও পুলিশ সুপারকে বদলি করা হচ্ছে এমনি অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা পঞ্চায়েত ভোটের দুই মাস কাটতেই এই বার নতুন পুলিশ সুপার পদে যোগ দিচ্ছেন সুমিত কুমার।সুত্রের খবর সুমিত কুমার বাবু এর আগে কলকাতা ট্র্যাফিক ডিসি ছিলেন।বর্তমানে তিনি উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার পদে আসতে চলেছেন তবে অনুপ জাসওয়াল এখন বদলি হয়ে সি আই ডি এস এস পদে যোগ দিচ্ছেন
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});