চোপড়া ব্লকের চাষীরা গরমে বাঁধাকপি ও কচুর লতি চাষ করে লাভবান
1 min readচোপড়া ব্লকের চাষীরা গরমে বাঁধাকপি ও কচুর লতি চাষ করে লাভবান
সংবাদদাতা চোপড়া) চোপড়া ব্লকের কৃষকদের একাংশ। কৃষকদের বক্তব্য, চোপড়ায় অবস্থিত উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞানকেন্দ্রের বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে অসময়ে চাষ করে লাভবান হচ্ছেন তাঁরা।
চোপড়ার কুমারটোল এলাকার কৃষক রবিন সিংহ জানান, তিনি গত তিন বছর ধরে গরমে বাঁধাকপি চাষ করেন। পাশাপাশি কচুর লতিও চাষ করেন। চাষ করে মুনাফা অর্জন করছেন তাঁরা। এই সময় বাজারে বাঁধাকপি পাওয়া যায়না। চাহিদা বেড়ে যাওয়ায় মোটের ওপর ভালো মুনাফা হয়। উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞানকেন্দ্রের বিশেষজ্ঞ ড. মৌটুসী দে জানান, ভালো মুনাফা অর্জনের জন্য সময়ের পরিবর্তন করে চাষের আগ্রহ বাড়ানো হচ্ছে। চোপড়া ব্লক সহ বিভিন্ন ব্লকের অনেক কৃষক গরমে বাঁধাকপির চাষে ঝুঁকেছেন।