ক্যান্সার আক্রান্ত রোগীদের কথা ভেবেই রায়গঞ্জ শহরের এক নাবালিকা
1 min readক্যান্সার আক্রান্ত রোগীদের কথা ভেবেই রায়গঞ্জ শহরের এক নাবালিকা
ক্যান্সার আক্রান্ত রোগীদের কথা ভেবে সমাজ সেবায় ব্রতী হল উত্তর দিনাজপুর জেলার রায় গঞ্জের এক নাবালিকা। পরিবারের অনুপ্রেরণায় ক্যান্সার আক্রান্তদের জন্য চুল দান করে সহৃদয় পূর্ণ মানসিকতার অনন্য নজির করল ছোট্ট মল্লিকা।। অনেকদিন থেকেই সে বাবা-মায়ের কাছ থেকে শুনে আসছি ক্যান্সার আক্রান্ত রোগীদের অসহায়তার কথা। রায়গঞ্জ শহরের মোহনবাটি এলাকার বাসিন্দা কৃষ্ণেন্দু নন্দী ও সুবর্ণা নন্দীর কন্যা মল্লিকা তৃতীয় শ্রেণীতে পাঠরত।
বাবা-মায়ের অনুপ্রেরণায় ক্যান্সার আক্রান্তদের জন্য চুল দানে আগ্রহী হয় মল্লিকা। মল্লিকার মা সুপর্ণা দেবী জানান মেয়ের চুল দানের সিদ্ধান্ত নেওয়ার পর রায়গঞ্জের মুক্তির কান্ডারী সহায়তায় ক্যান্সার আক্রান্তদের জন্য চুল সংগ্রহকারী নির্দিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়। আলোচনার পর রায়গঞ্জের একটি পার্লারে চুল কেটে সেই চুল তুলে দেয়া হয় মুক্তির কান্ডারী হাতে। তারা সঠিক পদ্ধতিতে তা পৌঁছে দেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এ । দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হওয়ায় খুশি মল্লিকের মা সুবর্ণা নন্দী। অন্যদিকে চুল দান করে খুশি মল্লিকাও।