কালিয়াগঞ্জ ময়ূখী নৃত্য মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষিকারা অভিনব কায়দায় শিক্ষক দিবস পালন করলো
1 min read
তপন চক্রবর্তী– বুধবার সারা দেশের সাথে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের স্কুল পাড়ায় ময়ূখী নৃত্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এর বাড়িতে ছাত্রছাত্রীদের নৃত্যের মাধ্যমে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবসে এই মহাপুরুষ এর প্রতিশ্রদ্ধা নিবেদন করলো নৃত্য পরিবেশনের মাধ্যমে। ময়ূখী নৃত্য মহাবিদ্যালয়ের কর্নধার শ্রাবস্তী মুখার্জী জানান তাদের নৃত্য মহাবিদ্যালয়ের কচিকাঁচারা প্রত্যেকেই সুন্দর নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করতে পেরেছে।নৃত্য পরিবেশন করে অস্মিতা গোস্বামী,সুনন্দা ঘোষ,দেবলীনা চৌধরী ,শুভর্থী চক্রবর্তী,প্রীতি ঘোষ ও সিমরণ ঘোষ।বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অমিতাভ গোস্বামী,পিন্টু ঘোষ,শুভঙ্কর চক্রবর্তী,রতন সরকার পম্পা দেব চৌধরী রজত শুভ্র দাস ও তপন ঘোষ। অনুষ্ঠান
টি ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী।