আচমকা মিড ডে মিলের রান্নাঘরে গ্যাসের ওভেনের মধ্যে আগুন আতঙ্ক
1 min read
তন্ময় চক্রবত্তী, সত্যেন মহন্ত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের গুপ্তপাড়া আজ অমৃত লাল প্রাথমিক বিদ্যালয় আচমকা মিড ডে মিলের রান্নাঘরে গ্যাসের ওভেনের মধ্যে আগুন লেগে গেলে ব্যাপক আতঙ্ক দেখা দেয় স্কুলে। বিকট শব্দ গ্যাসের ওভেনে থেকে বের হতে থাকলে আতঙ্ক দেখা যায় ছাত্র ছাত্রীদের মধ্যে। সঙ্গে সঙ্গে স্কুলের শিক্ষকরা ছাত্র ছাত্রীদের স্কুল থেকে বাইরে বের করে নিয়ে আসে। এরপর স্কুল কর্তৃপক্ষ দমকল বাহিনীকে খবর দেয়।
তড়িঘড়ি দমকল বাহিনী এসে ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর আবারো বাইরে বের হওয়া ছাত্র-ছাত্রীদের স্কুলের মধ্যে নিয়ে যাওয়া হয় এদিকে এই ঘটনার খবর পেয়ে স্কুলের ছুটে স্থানীয় কমিশনার অমিত দেব গুপ্ত। তিনি সমস্ত কিছু তদারিক করেন তৎপরতার সাথে। এদিন মিড ডে মিলের রান্না না হয় স্কুলের ছাত্র ছাত্রীরা দুপুর থেকে বঞ্চিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক বিভূষণ সাহা জানান মিড ডে মিলের রান্না চলাকালীন এই দুর্ঘটনা ঘটায় আজকে ছাত্র-ছাত্রীদের দুপুরের খাওয়া যায় নি। সব মিলে আর আজকেই মিড ডে মিলের কান্ড কে ঘিরে আতঙ্ক পরিবেশ দিশাহারা স্কুল কর্তৃপক্ষ।