ইসলামপুর থানার পুলিশ বড়সড় সাফল্য পেল
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দেবব্রত সরকার ঃ- ধনতলার ব্যবসায়ী লাল মহম্মদ খুনের তদন্তে
নেমে বড়সড় সাফল্য পেল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে
মোট নয় টি রিভালবার এবং ৩৩ রাউন্ড তাজা কার্তুজ।ধনতলার ব্যবসায়ী লাল মহম্মদ খুনের
মূল অভিযুক্ত মহঃমুক্কা কে পুলিশ গ্রেপ্তার করেছে।
নেমে বড়সড় সাফল্য পেল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে
মোট নয় টি রিভালবার এবং ৩৩ রাউন্ড তাজা কার্তুজ।ধনতলার ব্যবসায়ী লাল মহম্মদ খুনের
মূল অভিযুক্ত মহঃমুক্কা কে পুলিশ গ্রেপ্তার করেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তার৷ কাছে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ছাড়াও তিনটি রিভালবার ২০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে।এছাড়াও
বাজেয়াপ্ত করা হয়েছে দুটি মোটরবাইক।এছাড়াও তার সঙ্গী মহঃসোয়েবকে গ্রেপ্তার
করেছে।ধৃতদের বাড়ি ধনতলাতে।এছাড়াও ইসলামপুর ব্লকে বেশ কয়েকটি জায়গায় তল্লাশী
চালিয়ে বাকি আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয়েছে।
বাজেয়াপ্ত করা হয়েছে দুটি মোটরবাইক।এছাড়াও তার সঙ্গী মহঃসোয়েবকে গ্রেপ্তার
করেছে।ধৃতদের বাড়ি ধনতলাতে।এছাড়াও ইসলামপুর ব্লকে বেশ কয়েকটি জায়গায় তল্লাশী
চালিয়ে বাকি আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});