January 11, 2025

রাজ্যে প্রথম গ্রীন পোলিং স্টেশন করার লক্ষ্যে বৃক্ষ রোপন করলেন হেমতাবাদ হাই স্কুলে জেলাশাসক অরবিন্দ কুমার মিনা

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তন্ময় চক্রবত্তী ঃনির্বাচন
কমিশনের নির্দেশ মেনে রাজ্যে প্রথম
 পোলিং স্টেশন করার লক্ষ্যে
বৃক্ষ রোপন করলেন আজ
উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ হাই
স্কুলে জেলাশাসক
অরবিন্দ কুমার মিনা বৃক্ষ
রোপন করে তিনি বলেন
সবুজায়নের মাধ্যমে এই প্রোলিং স্টেশন
তৈরি হবে আগামী দিনে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


যেখানে
সাধারন মানুষ প্রাকৃতিক পরিবেশের
মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেজেলাসাশক আরও বলেন একজন
পিতা মাতা যেমন সন্তান
কে ছোট থেকে লালন
পালন করে বড় করে
তেমনই গাছকে ভালবেসে ছোট
থেকে লালন পালন করুন
সন্তানের মতন করে তবেই
গাছ আপনাকে আগামী দিনে
দেখবে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এদিন
গ্রীন পোলিংস্টেশন করার পাশাপাশি স্কুলের
স্বচ্ছতা ব্যাপারে নিজেই ঝাঁটা হাতে
নিয়ে এগিয়ে আসে সাফাই
করতে সকলের সামনে যা
সকলকে তাক লাগিয়ে দেন,
জেলাশাসক কে দেখা যায়
কখনো ঝারু হাতে সাপাই
করতে কখনো দেখা যায়
বৃক্ষরোপণ করতে  কখনো
দেখা যায় স্কুলের মিড
ডে মিল ঠিকঠাক চলছে
কিনা তার খোঁজ নিতে
সরাসরি স্কুলে রান্না ঘরে
চলে যেতে আর এতে
ভীষণ খুশি স্কুলের ছাত্র
ছাত্রীরা আজ
এন আর জি এস
প্রকল্পের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলা
প্রশাসনের উদ্যোগে জেলার সকল বিদ্যালয়ের
স্কুল পরিষ্করণ দিবস হিসেবে পালিত
হয়

                                                      ছবি :- সত্যেন মহন্ত(তুফান)
যেখানে
দেখা যায় জেলাশাসক কে
বহু বিক্ষ পাট্টা হোল্ডারদের
বিক্ষ পাট্টা দিতে
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন আর
জি এস প্রকল্পের প্রকল্প আধিকারিক  শুভজিৎ গুপ্ত হেমতাবাদ
পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর
রায়, বিশিষ্ট সমাজসেবী গৌতম পাল, হেমতাবাদ  ব্লকের
সমষ্টি উন্নয়ন আধিকারিক পৃথ্বিস দাস, এদিন হেমতাবাদে16
জন বিক্ষ পাট্টা হোল্ডারদের
100 টি করে  বৃক্ষ
পাট্টা দেওয়া হয়


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *