বিশ্বকর্মা ও দুর্গাপূজার আগেই শুরু হল কালিয়াগঞ্জ বিগবাজেটের সুরহৃদ সংঘের কালীপূজার পূজার প্যান্ডেল নির্মাণের কাজ
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–সম্ভবত উত্তরবঙ্গে এই প্রথম উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিগ বাজেটের অন্যতম সুরহৃদ সংঘের কালীপূজার প্যান্ডেল নির্মাণের কাজ কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাট মন্দির চত্বরে বিশ্বকর্মা ও দুর্গাপূজার আগেই শুরু করে দেয়ায় হল।কারন হিসাবে জানা যায় এবারের তাদের কালি পুজা সম্ভবত উত্তর দিনাজপুর জেলার মধ্যে নজরকাড়া পূজা হতে চলেছে।সেই কারণেই বৃহৎআকারের এই প্যান্ডেল নির্মাণে প্রচুর সময়ের প্রয়োজন হয়ে থাকে। সুরহৃদ সংঘের ক্লাব সম্পাদক দেবাশিস কুন্ডু বলেন তাদের এবারের কালীপূজার থিম গুজরাটের সোমনাথ মন্দির।সামান্য পাট কাঠি দিয়ে পুরো প্যান্ডেল তৈরী করা হবে।বর্ধমান থেকে ইতিমধ্যে ই, প্যান্ডেলের দক্ষ কারিগরেরা চলে এসেছে।প্যান্ডেল নির্মাণের কাজও যথারীতি শুরু করে দেওয়া হয়েছে।দুর্গাপূজার প্যান্ডেলের উচ্চতা হবে ৮০ ফুট,এবং চওড়ায় হবে ১২০ফিট।বিশ্বকর্মা ও দুর্গা পূজার আগে এই ধরনের প্যান্ডেল কোন দিন না হওয়ায় স্বাভাবিক ভাবেই কালিয়াগঞ্জের এখন একমাত্র আলোচনার বিষয়বস্তু সুরহৃদ সংঘের কালীপূজার প্যান্ডেল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});