অত্যন্ত উৎসাহ উদ্দীপনায় স্টুডেন্ট হেলথ হোমের বার্ষিক সাংষ্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান-
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর--রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল হেলথ হোমের কালিয়াগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিতামূলক সাংষ্কৃতিক ও ক্রীড়া উৎসব২০১৮।উৎসবের সূচনা করেন কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তি চন্দ্র পাল।
উদ্বোধনী ভাষণে কার্তিক পাল বলেন হেলথ হোমের গুরুত্ব ছাত্র ছাত্রীদের কাছে অপরিসীম।এই হেলথ হোম দুস্থ ছাত্রছাত্রীদের কাছে বিপদে প্ৰকৃত বন্ধুর কাজ করে থাকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুধু তাই নয় হেলথ হোম ছাত্র ছাত্রীদের সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটাতে অনবরত কাজ করে থাকে।স্টুডেন্ট হেলথ হোমের যে কোন রকম সহযোগিতার প্রয়োজন হলে কালিয়াগঞ্জ পৌরসভা সবসময় তার পাশে থাকবে বলে কার্তিক পাল প্রতিশ্রুতি দেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ব্যক্তব্য রাখেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, সহ-সভাপতি তপন দেবসিংহ, কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায়,
কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার সাহা ও কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি নিলাঞ্জন সাহা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পরিমল দাস ও বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যবৃন্দ।
স্টুডেন্ট হেলথ হোমের কালিয়াগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের সম্পাদক রঞ্জন কুমার মোদক বলেন এই হেলথ হোম হচ্ছে ছাত্র ছাত্রীদের বিপদের বন্ধু এবং সাংষ্কৃতিক চেতনা বিকাশের পথের দিশারী।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাই সমস্ত ছাত্র ছাত্রীদের এই সংস্থাটিকে চোখের মনির মতই ভালোবাসা উচিৎ বলেই তিনি মনে করেন।অনুষ্ঠানে অঙ্কন, আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতায় ব্যাপক অংশের ছাত্র ছাত্রীরা অংশগ্রহন করে।উপস্থিত হয়েছিল ছাত্র ছাত্রীদের অবিভাবক ও অবিভাবিকাগন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
Di seguito trovate l elenco completo di tutti i vincitori, dove ci fa piacere riportare, anche per il 2022, la vittoria di una medaglia d oro di un prodotto tutto italiano cialis online no prescription
buy priligy pakistan Never let take steroids for Гў 7 to 14 u
In some embodiments, the active agent has a solubility in water w v which is 3 or less, e buying cialis online usa For a full list of potential side effects, speak with your doctor
Especially for kids buying cialis online reviews
clomiphene Yelian would insert the Endometrin in for you.
Total plasma clearance is 1. can you drink alcohol on doxycycline