January 11, 2025

ইসলামপুরের ঘটনায় বহিরাগতদের হাত রয়েছে বলে জানালো পুলিশ সুপার সুমিত কুমার

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

দেবব্রত চক্রবত্তী  ইসলামপুর ঃ- 
উত্তর  দিনাজপুর জেলার  
ইসলামপুরের ঘটনায় পুলিশ কোন গুলি চালায়নি বহিরাগত দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে দুই ছাত্রের এমনটাই দাবি করলেন আজ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে  এক সাংবাদিক সম্মেলন করে জেলার পুলিশ সুপার সুমিত কুমার তিনি বলেন গত কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশি তদন্ত  শুরু হয়েছে  পুলিশ সুপার বলেন গতকাল যে ঘটনা হয়েছে তাতে অনেক বাইরের  লোক ছিল তাদের হাতে লাঠি , বোমা এবং আগ্নেয়াস্ত্র ছিল পুলিশ ঘটনার নিয়ন্ত্রণে আনতে গেলে তখন তারা পুলিশকে লক্ষ্য করে  প্রথমেই ইট বৃষ্টি  ও পরবর্তীতে  বইরাগত দুষ্কৃতকারীরা গুলি ও  বোমা ছুরতে থাকে  । আর এতেই মৃত্যু হয়েছে দুই ছাত্রের  

 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 বলে প্রাথমিক সূত্রে তিনি মনে করেন গতকালের ঘটনায় ইসলামপুর থানার একজন কনস্টেবল   পরিমল  আধিকারি বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ১৪ জন পুলিশকর্মী গতকালের ঘটনায় আহত হয়েছে তিনটি পুলিশের গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে  বলে এমনটাই সাংবাদিক সম্মেলনে জানালেন জেলা পুলিশ সুপার সুমিত কুমার


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *