রায়গঞ্জ টাউন ক্লাব ১-গোলে মথুরা ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে-
1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–,শনিবার জলপাইগুড়ির গযেরকাটা রাইডিং ক্লাবের পরিচালনায় তারাচাঁদ সারোগী অশোক কুমার সারোগী মেমোরিয়াল চ্যাম্পিয়ান নক-আউট ট্রফির ১৫দলীয় খেলায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ টাউন ক্লাব ১–০গোলে জলপাইগুড়ির মথুরা ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল।
রায়গঞ্জ টাউন ক্লাবের কোচ অরিজিৎ ঘোষ জানান খেলার প্রথমার্ধে রায়গঞ্জ টাউন ক্লাবের অঞ্জুলাস মুর্মুর একটি দর্শনীয় গোলে রায়গঞ্জ টাউন ক্লাব এগিয়ে যায়।আগামী ২৮শে সেপ্টেম্বর সেমিফাইনা
ল খেলাটি অনুষ্ঠিত হবে বলে অরিজিৎ বাবু জানান।