উত্তর দিনাজপুর জেলার রেল যাত্রীদের পরিসেবার দিকে রেল কর্তৃপক্ষকে বিশেষ নজর দিতে হবে
1 min read
-তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর-রেল পরিষেবার ক্ষেত্রে উত্তর দিনাজপুর জেলার পিছিয়ে থাকা রেল যাত্রীদের সমস্যার দিকে রেল কর্তৃপক্ষের বিশেষভাবে নজর দেওয়া দরকার।সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশনে একটি ফুট ব্রিজ উদ্বোধন করে রায়গঞ্জের সাংসদ তথা সিপিআইএমের পলিটব্যুরোর সদস্য মহঃ সেলিম এই কথা বলেন।সাংসদ মহঃ সেলিম বলেন বিশেষ করে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমার রেল যাত্রীরা নানা সমস্যায় জর্জরিত।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রায়গঞ্জ মহকুমায় রাধিকাপুর থেকে কলকাতা গামী সকালের জন্য একটি ট্রেনের দাবি দীর্ঘদিনের।রেলমন্ত্রীর সাথে দেখা করে তাকে এই ট্রেনের গুরুত্ব কতখানি তা বোঝানো হয়েছে।তিনি আমাদের এই ট্রেনের ব্যাপারে আশ্বাসও দিয়েছেন।কিন্তু আজও তা বাস্তবে রূপ পায়নি।অবিলম্বে তার ব্যবস্থ্যা নিতে হবে।রাধিকাপুর থেকে বারসই জংশন পর্যন্ত অতিরিক্ত স্যাটেল ট্রেন দিতে হবে যাতে এই অঞ্চলের রেল যাত্রীরা বারসই গিয়ে সহজেই বিভিন্ন এক্সপ্রেস বা মেইল ট্রেন ধরে সহজেই রেল যাত্রীরা দূরবর্তী স্থানে যেতে পারে।মহঃ সেলিম বলেন কালিয়াগঞ্জ-বুনিয়াদ পুর রেল প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ হয়ে থাকলেও কাজ শুরু হবার পরেই তা বন্ধ করে রাখা হয়েছে।যদিও বর্তমানে যে দল কেন্দ্রের গদিতে আসীন তাদের দলই এক সময় এই রেল প্রকলের কাজ আন্দোলন করে বন্ধ করে দিয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বর্তমানেতো তদের সরকারই দিল্লিতে।তাই বিজেপি দলকেই এই রেল প্রকল্প চালু করবার উদ্দ্যগ নিতে হবে বলে তিনি মনে করেন।সাংসদ মহঃ সেলিম বলেন কালিয়াগঞ্জ রেল স্টেশনের পাশে প্রচুর জমি জলা ভূমিতে পরিণত হয়ে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করে রেখেছে স্থানীয় রেল কর্তৃপক্ষ পৌরসভার সাথে একযোগে এই কাজটি করে নিতেই পারে বলে তিনি মনে করেন।আজকের এই অনুষ্ঠানে কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার সি পি গুপ্তা সহ রেল দপ্তরের বেশ কিছু আধি কারিকরা উপস্থিত ছিলেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});