কালিয়াগঞ্জ নাগরিক সমাজের প্রতিবাদ …… শিরদাঁড়াটা হারিয়ে গেছে, বিবেক বুদ্ধি নেই কো আর
1 min read
তুফান মহন্ত ঃ- দাড়িভিট কান্ডের তদন্তভার সিবিআই এর হাতে দেওয়ার দাবিতে আজ সন্ধায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের
বুদ্ধিজীবীরা শামিল হল মোমবাতি মিছিলে।
বুদ্ধিজীবীরা শামিল হল মোমবাতি মিছিলে।
মিছিলটি কালীবাড়ি থেকে শুরু করে বিবেকানন্দ
মোড় হয়ে সমগ্র কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে। মিছিলে তাদের শ্লোগান ছিল একটাই ,…হোক
প্রতিবাদ, হোক প্রতিবাদ্, প্রতিবাদের ভিড় বাড়ায়। তুমিও মানুষ, আমিও মানুষ তফাৎ
শুধু শিরদাঁড়ায় ।শিরদাঁড়াটা হারিয়ে গেছে, বিবেক বুদ্ধি নেই কো আর ।
মোড় হয়ে সমগ্র কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে। মিছিলে তাদের শ্লোগান ছিল একটাই ,…হোক
প্রতিবাদ, হোক প্রতিবাদ্, প্রতিবাদের ভিড় বাড়ায়। তুমিও মানুষ, আমিও মানুষ তফাৎ
শুধু শিরদাঁড়ায় ।শিরদাঁড়াটা হারিয়ে গেছে, বিবেক বুদ্ধি নেই কো আর ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিন তিন টি প্রাণ অকালে গেল কী এসে যায় তাতে কার।কালিয়াগঞ্জ নাগরিক সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রণব চৌধরী ও নন্দ দুলাল দাস।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});