January 11, 2025

দুই থানার য়ৌথ প্রচেষ্টায় ছয় বাইক সহ গ্রেপ্তার সাত পাচারকারী

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তন্ময়  দাস, উত্তর  দিনাজপুর ঃছয়টি চোরাই বাইক সহ সাতজন পাচারকারীকে হাতেনাতে  গ্রেপ্তার করল হেমতাবাদ ও রায়গঞ্জ থানার পুলিশ। জানা য়ায় সমবার গোপনসূত্রে খবর পেয়ে হেমতাবাদ ও রায়গঞ্জ থানার পুলিশের  অভিযান চালিয়ে ছয়টি চোরাই বাইক উদ্ধার করে। বাইক  সহ  সাতজন পাচারকারী  কে গ্রেপ্তার  করে পুলিশ।

 ধৃতদের আদালতে  তোলা হলে  বিচারক ধৃতদের সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতদের সকলেরই বাড়ি হেমতাবাদ থানা এলাকায়  তাদের বাড়ি থেকে বাইকগুলি উদ্ধার করে এই চক্রের সাথে আরো কেউ জড়িত  আছে কি না তা খতিয়ে  দেখা হচ্ছে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *