খেত নদী উৎসবে কে কেন্দ্র করে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ও কালিয়াগঞ্জ থানার ব্যবস্থায়নায় ক্রিকেট খেলা–
1 min read
তপন চক্রবর্তী--উত্তর দিনাজপুর-রবিবার খেতনদী উৎসবের অঙ্গ হিসাবে উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্দ্যেগে ও কালিয়াগঞ্জ থানার ব্যাবস্থাপনায় কালিয়াগঞ্জ স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হল ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রীতি ক্রিকেটে খেলা।
অংশগ্রহনকারী দুটি দল হল কালিয়াগঞ্জ ত্রিধারা ক্লাব ও রামগঞ্জ বিপ্লবী সংঘ।খেলায় কালিয়াগঞ্জ ত্রিধারা ক্লাব ৮১রান করে।অপরদিকে রামগঞ্জ বিপ্লবী সংঘ তার জবাবে ৬০রান করে।কালিয়াগঞ্জ ত্রিধারা ক্লাব ২১ রানে রামগঞ্জ বিপ্লবী সংঘকে পরাজিত করে।সারাদিন ধরে কালিয়াগঞ্জ পৌর স্টেডিয়াম মাঠে ক্রিকেট খেলার সমস্ত দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনার দায়িত্বে ছিলেন কালিয়াগঞ্জ থানার টাউন বাবু অতনু চক্রবর্তী এস আই।কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায় জানান মূলত পুলিশ প্রশাসনের সাথে সাধারণ মানুষের আরো বেশি বেশি করে নিবিড় সংযোগ স্থাপন করাই এর মূল উদ্দেশ্য।ক্রিকেট খেলাকে ঘিরে ছিল মানুষের মধ্যে চরম উন্মাদনা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
=”separator” style=”clear: both; text-align: center;”>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});