নীলকন্ঠ স্বর্গরথ অনাথ আশ্রমের পাশে বেলুড় শ্রমজীবী হাসপাতালের লিগ্যাল এড ভাইসার কল্যান চক্রবর্তী
1 min read
তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর–রাজ্য সরকার চিকিৎসার সার্বিক উন্নয়নের স্বার্থে প্রতিটি জেলা সদরে বিভিন্ন ধরনের হাসপাতাল তৈরী করলেও গ্রামাঞ্চলে সুচিকিৎসার সুযোগ সুবিধা গ্রামের হত দরিদ্র মানুষের হাতের নাগালের বাইরে আজও রয়েছে।রাজ্যের প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে এখনো চিকিৎসার সুযোগ সুবিধা গিয়ে পৌঁছাতে পারেনি সেই সব জায়গায় যাতে গ্রামের মানুষেরা চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত না হয় তার জন্য বেলুড় মঠ শ্রমজীবী হাসপাতালে মাধ্যমে একটি করে বহির্বিভাগ চালু করবার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্দি ব্লকের ৩নম্বর উদয়পুর অঞ্চলের মস্ত ইল গ্রামের নীলকন্ঠ স্বর্গরথ অনাথ আশ্রমে আসেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তথা বেলুড় মঠ শ্রমজীবী হাসপাতালের লিগ্যাল এডভাইসার কল্যাণ চক্রবর্তী।অনাথ আশ্রমের পার্শবর্তী এলাকায় কিভাবে একটি স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা যায় গ্রামবাসীদের সাথে এ ব্যাপারে দীর্ঘক্ষণ আলোচনা করেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আলোচনায় উপস্থিত ছিলেন ধীরেন রায়,নিরঞ্জন রায়,রনজিৎ দত্ত সহ অনেকেই।কল্যানবাবু বলেন নীলকন্ঠ স্বর্গ রথ অনাথ আশ্রমের পক্ষ থেকে একটি প্রপোজাল তাদের কাছে পাঠানো হয়।তার ভিত্তিতেই তিনি আসেন এলাকা পরিদর্শন করে দেখতে যে এই এলাকার গ্রামের মানুষেরা সরকারের স্বাস্থ্য পরিষেবা কতটা পাচ্ছে।কল্যানবাবু বলেন গ্রামের মানুষদের সাথে কথা বলে জানা যায় সেখানে একটি স্বাস্থ্য কেন্দ্র অত্যন্ত জরুরী গ্রামের সাধারণ মানুষদের স্বার্থেই।
নীলকন্ঠ স্বর্গরথ অনাথ আশ্রমের কর্নধার রনজিৎ দত্ত বলেন প্রয়োজনে তারা এলাকাবাসীর সুচিকিৎসার স্বার্থে আশ্রম থেকেও জমির ব্যবস্থ্যা করে দেবেন।তবুও একটা স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হোক।গ্রামবাসীদের আগ্রহ দেখে বেলুড় মঠ শ্রমজীবী হাসপাতালের লিগ্যাল এডভাইসার তথা কলকাতা হাই কোর্টের বিশিষ্ট আইনজীবী কল্যাণ চক্রবর্তী বলেন এই এলাকার সু চিকিৎসার প্রয়োজন শ্রমজীবী মানুষদের একত্রিত করতে হবে,তাদের মধ্য থেকেই একটি শক্তিশালী কমিটি তৈরী করে তাদের দেবার পর এই বিষয় নিয়ে তারা সিদ্ধান্ত নেবে বলে জানান।কল্যানবাবু বলেন জমি পাবার পর হাসপাতালের পরিকাঠামো তৈরী করবার ক্ষেত্রে এলাকাবাসীর আর্থিক সাহায্য বিশেষভাবে প্রয়োজন হবে।হাসপাতালের চিকিৎসক থেকে প্রয়োজনীয় সবরকম সাহায্যই বেলুড় মঠ শ্রমজীবী হাসপাতাল থেকে দেওয়া হবে বলে তিনি জানান।কালিয়াগঞ্জের সেরগ্রামও এই ধরনের হাসপাতাল তৈরীর একটি প্রোপসাল তারা পেয়েছেন।পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামেগঞ্জে তারা বেশ কিছু জায়গায় এই ধরনের হাসপাতাল তৈরীর কাজ শুরু করে দিয়েছেন বলে জানান।তিনি বলেন স্বাস্থ্য আন্দোলনে গ্রামের মানুষদের পাশে আমাদের সবার দাঁড়াতে হবে এই অঙ্গীকার আমাদের করতে হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});