কোজাগরী লক্ষ্মী পূজার আগের দিন সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়লেন চাচা
1 min readকোজাগরী লক্ষ্মী পূজায় ধানের শীষ দিয়ে বাজিমাত চাচার ;- ছবি তুফান মোহন্ত |
তন্ময় চক্রবত্তী :- উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের শিবপুর মাধবপুর এর মাত্র কয়েকটি ঘর রয়েছে হিন্দু ।গ্রামের বাকিরা সবাই ইসলাম ধর্মাবলম্বী । তাই বলে শিবপুর এর কালিপদ দেবশর্মা পরিবার মোটেই এক ঘরে নয় । সামাজিক অনুষ্ঠান ভালো-মন্দের খোঁজ রাখা শুধু নয় ধর্মী আচারে তাদের পাশে থাকেন সংখ্যালঘুরা। প্রতিবারের মতো এবারও কোজাগরী লক্ষ্মী পুজো হবে কালিপদ দেবশর্মার বাড়িতে। গোটা গ্রামে যেন এখন তার প্রস্তুতিতে ব্যস্ত সবাই । কালিয়াগঞ্জ থেকে আখ ,শসা্, পানিফল ইত্যাদি কিনতে কালিপদবাবু দের সঙ্গে সঙ্গী হয়েছেন এলাকারই বাসিন্দা নিজামুদ্দিন ,জালালউদ্দিন চাচাদের ।
আর আজ পুজোর আগের দিন জালালউদ্দিন চাচা ও নিজাম উদ্দিন চাচা করলেন বাজিমাত । নিজেদের ধানি জমি থেকে লক্ষ্মী পূজার জন্য ধানের শীষ নিজে হাতে তুলে দিলেন কালিপদ বাবু ও ঝুলিবালা দেবশর্মা কে ।
কেন করেন এ কাজ প্রশ্ন শেষ হওয়ার আগেই বর্ষিয়ান জালালউদ্দিন চাচা বলেন কেন যাব না বলুন তো আমাদের পরিবারে শাদি হোক ,আর স্বজন বিয়োগের ব্যাপারী হোক কালিপদ ও ঝুলিবালা রা না ডাকলেই আসে আমরাও তাই না ডাকলেও ওদের অনুষ্ঠানে যায় । কালিয়াগঞ্জ ব্লকের ছোট্ট একটি গ্রাম শিবপুর মাধবপুর ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
চারিদিকে ধু ধু মাঠ ।আর এখানেই এই শিবপুর গ্রামে বসবাস করে কয়েক হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষরা। শুধুমাত্র হাতে কয়েকটি ড় রয়েছে হিন্দু ঘর । কালিপদ ও ঝুলিবালা কিন্তু ভিণ ধর্মের মানুষদের মধ্যে বাস করলেও কখনো নিজেদের একা বা একঘরে মনে করেন না ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজিরঃ- ছবি শংকর গুপ্তা |
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাদের বক্তব্য আমাদের তো অসুবিধা নেই, বড়ঞ্চ সবেধন নীলমণি হয়েই তো আছি । দুর্গাপূজা শেষ হবার পর কালিপদ বাবু তো বিজয়ার আলিঙ্গন নিয়েই ব্যস্ত ছিলেন এতদিন।কালীপদ দেব শর্মা জানান, তারা এই লক্ষ্মী পুজোতে ভীষণ আনন্দ করেন সবাইকে নিয়ে। তাদের বাড়ির পুজোতে প্রচুর গ্রামের মুসলিম পরিবারের সদস্যরা অংশ নেয় । আলপনা দেওয়া থেকে বাজার ঘাট সবকিছুতে মুসলিম পরিবারের সদস্যরা আসেন নিজে থেকেই অংশ নিতে ।
কালিপদ বাবু বলেন তারা একটাই মনে করেন তারা মানুষ জাতি । তাদের মধ্যে ধর্মের কোনো বিভেদ নেই । মুসলিম পরিবারের যখন কোন অনুষ্ঠান হয় তারা যেমন সেখানে অংশ নেয় তেমনই তাদের পরিবারের কোনো অনুষ্ঠান বা পুজো হলে মুসলিমরা ও আন্তরিকতার সাথে অংশ নেয় ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অপরদিকে নিজাম উদ্দিন বাবু বলেন তারা এক আত্মা এক প্রাণ এই ভাবেই বছরের পর বছর একসঙ্গে বসবাস করে আসছে তাদের ধর্মীয় অনুষ্ঠানে যেমন এই পরিবার অংশ নেয় তেমনি তারাও আন্তরিকতা সাথে এগিয়ে আসেন তাদের পরিবারে কোন পূজার্চনা কিংবা কোন অনুষ্ঠানে ।নিজাম উদ্দিন বাবু আরো বলেন এতে তাদের খুব আনন্দ লাগে তাদের মধ্যে কোন বিভেদ নেই । নেই কোন হিংসা। তাই তাই এবার কোজাগরী লক্ষ্মী পূজা তেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন । একসাথে মিলে তারা বাজার যেমন করছেন তেমনি লক্ষ্মী পূজার আয়োজনে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছেন।সব মিলিয়ে লক্ষ্মী পূজা কে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রতির এক অনন্য নজির গড়ে তুলল শিবপুর মাধবপুর গ্রাম। তাই সবশেষে বলা যেতেই পারে শিবপুর মাধবপুর গ্রাম আজ একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});