January 11, 2025

খুদেদের মধ্য থেকে ব্যতিক্রমী ক্রিকেটার তৈরী করতে ক্রিকেট কোচ সঞ্জীব দত্ত আত্মবিশ্বাস নিয়ে কাজ করে চলেছে

1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–উত্তর দিনাজপুর জেলা শুধু  মাত্র ফুটবল,ভলিবল ,খো-খো অথবা ব্যাডমিন্টন খেলার উন্নয়নে কোচিং ক্যাম্প চলছেনা,জেলার কচিকাঁচারা যাতে জীবনের শুরু থেকেই ক্রিকেট খেলাকে ভালো বেশে তার প্রতি আসক্ত হতে পারে সেই কারণে  উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে ২০০৭সাল থেকে নিয়মিতভাবে জেলা জুড়ে ক্রিকেট কোচিং ক্যাম্পের ব্যবস্থা করে আসছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা  ২০০৭সাল থেকেই  বিশিষ্ট ক্রিকেট খেলোয়াড় তথা ক্রিকেট কোচ সঞ্জীব দত্তকে(উত্তম) জেলার প্রধান ক্রিকেট কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে বলে জানালেন উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস।তিনি বলেন আমাদের জেলার ক্রিকেট কোচিং ক্যাম্পের ছেলেদের মধ্যে থেকে এমন ক্রিকেটার তৈরী করতে হবে যে ক্রিকেটার ভারতীয় দলে একদিন সুযোগ পেয়ে জেলার মান সম্মান ভারতীয় ক্রিকেটের মানচিত্রে জ্বল জ্বল করে লিখা থাকবে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  বুধবার সকালে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ   স্টেডিয়াম মাঠে  গিয়ে দেখা গেল এক ঝাঁক খুদেদের নিয়ে  ক্রিকেট কোচ সঞ্জীব দত্তকে(উত্তম) ক্রিকেট খেলার প্রথম পাঠ দিতে।এক প্রশ্নের উত্তরে ক্রিকেট কোচ সঞ্জীব দত্ত(উত্তম)বলেন উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যগে এবং ক্রিকেট এসোসিয়েশন অফ বেঙ্গলের সহায়তায় এই ক্রিকেট কোচিং ক্যাম্প চলছে ২০০৭সাল থেকে তার দেওয়া প্রশিক্ষণের মাধ্যমে।বর্তমানে তাদের ক্রিকেট কোচিং ক্যাম্পে ২৮০জনের মত ছেলে ও মেয়েরা কোচিং নিয়ে থাকে।ক্রিকেট কোচ সঞ্জীববাবু(উত্তম) বলেন সাত বছর বয়েস হলেই ছেলে ও মেয়েরা এই ক্যাম্পে এসে ভর্তি হয়ে ক্রিকেট কোচ নিতে পারে।তিনি বলেন ৬টি গ্রুপের মাধ্যমে তিনি এদের কোচ দিয়ে থাকেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

যেমন ৭–১০,১০-১২,১২-১৪,১৪-১৬,১৬-১৮এবং১৮-১৯ এই ভাবে বিভিন্ন গ্রুপ ভাগ করে  সপ্তাহে ৫ দিন কোচ দেওয়া হয়।শনি ও রবিবার সকাল বিকাল হলেও এ অন্যান্য দিন একবেলা প্রশিক্ষণ দেওয়া হয় থাকে।ক্রিকেট কোচ সঞ্জীব দত্ত (উত্তম) বলেন তাদের ক্রিকেট কোচিং ক্যাম্পে ১২–১৪জন মেয়েও প্রশিক্ষণ নিচ্ছে নিয়মিতভাবে।উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের তাদের মহকুমা ভিত্তিক একটি কোচিং ক্যাম্প চলছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সঞ্জীব দত্ত(উত্তম) জানান উত্তর দিনাজপুর জেলায় ক্রিকেট কোচিং ক্যাম্প যাতে ঠিকঠাক ভাবে চলে তার জন্য তাকে সহযোগিতা করবার জন্য ইসলামপুর মহকুমার জন্য জয়ন্ত চন্দ এবং রায়গঞ্জে তাকে সহযোগীতা করবার জন্য সহকারী কোচ হিসেবে বিবেক দাস এবংরামকৃষ্ণ ঘোষ ভীষণভাবে সহযোগিতা করে থাকে।তিনি বলেন রায়গঞ্জ,ডালখোলা,ইটাহার,হেমতাবাদ,কালিয়াগঞ্জ এমনকি রাধিকাপুরের মত গ্রাম থেকেও ক্রিকেটের কোচ নিতে আসে।রায়গঞ্জের প্রধান ক্রিকেট কোচ সঞ্জীব দত্ত (উত্তম)বলেন ক্রিকেটার কৃষ্ণেন্দু রায়চৌধুরী তার ক্রিকেটের গুরু।তার হাত ধরেই আমার ক্রিকেটের সবকিছু।তা  ছাড়া উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাসের উৎসাহ উদ্দীপনা যে ভাবে তিনি সবসময়ের জন্য পেয়ে থাকেন তা এক কথায় বলে বোঝানো যাবেনা।ক্রিকেট কোচ সঞ্জীব দত্ত(উত্তম)বলেন তিনি ক্রিকেট কোচের প্রশিক্ষণ মূলত পেয়েছেন ক্রিকেটের দিকপাল রজার বিনি,গৌতম ঘোষ,মহেনদর অমরনাথ ও দত্তাত্রয় মুখার্জির কাছ থেকে কলকাতা ইডেনগার্ডেনে।রাজ্যের সমস্ত জেলার মাঠ তথা কলকাতার ইডেনেও তিনি  একাধিকবার খেলেছেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

একজন ক্রিকেটের কোচ হিসেবে উত্তর দিনাজপুর জেলায় যে সমস্ত ছেলেমেয়েরা কোচ নিচ্ছে তাদের মধ্যে কোন ভবিষ্যতের সম্ভাবনাময় ক্রিকেটারের খোঁজ পাচ্ছেন কি?এই প্রশ্নের উত্তরে সসঞ্জীব বাবু বলেন অবশ্যই। তাদের কোচিং ক্যাম্পের রবিশঙ্কর প্রসাদ, বিবেক দাস,দেবাশীষ চন্দ ও সতু চৌধুরীকে নিয়ে তাদের অনেক আশা।এরা একদিন উত্তর দিনাজপুর জেলার সন্মানই শুধু  উজ্বল করবেনা বাংলা তথা জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়ে জেলার গৌরব যে বৃদ্ধি করবে তাতে কোন সন্দেহ নেই।আমার মূল লক্ষই সেরা ক্রিকেটার তৈরি করে এই জেলার ছেলে একদিন ভারতের প্রতিনিধিত্ব  করবে।সঞ্জীববাবু(উত্তম) বলেন জুনিয়র ছেলে মেয়েদের মধ্যে তাদের কোচিং ক্যাম্পে বর্তমানে প্রীতম মন্ডল,রানা  চন্দ্র দাস,প্রিয় তোষ মুখার্জি এবং মেয়েদের মধ্যে একজন আদিবাসী পরিবার থেকে উঠে  আসা সঙ্গীতার ভবিষ্যৎ উজ্বল এ কথা নিশ্চিত   ভাবেইবলা যায়। কোচ সঞ্জীব দত্ত(উত্তম) বলেন উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কোচিং ক্যাম্পের ছেলেরা ২০১৩ সালে অনুর্ধ১৯ সি এ বি পরিচালিত রাজ্য স্তরের ক্রিকেট খেলায় বেঙ্গল চ্যাম্পিয়ান,২০১৪সালে অনুর্ধ ১৯ রাজ্য স্তরের ক্রিকেট খেলায় রানার্স,২০১৫সালে ইন্টার স্কুল ক্রিকেট খেলায় অনুর্ধ ১৫তে চ্যাম্পিয়ানের খেতাব এবং অনুর্ধ ১৬ রাজ্য স্তরের ক্রিকেট খেলায় ২০১৭ সালেও আমার উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কোচিং ক্যাম্পের ছেলেরা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করতে পেরেছি।তাই একজন ক্রিকেট কোচ হিসেবে আমার দৃঢ় বিশ্বাস উত্তর বঙ্গের শিলিগুড়ির ছেলে যদি ভারতীয় ক্রিকেট দলের হয়ে প্রতিনিধিত্ব করবার সুযোগ পেতে পারে তাহলে উত্তর দিনাজপুর জেলার আমাদের কোচিং ক্যাম্পের ছেলেদের মধ্যে থেকেও সেই সম্ভাবনাময় ক্রিকেটার যে বেরিয়ে আসবে তা হলফ করে আত্মবিশ্বাসের সাথেই বলতে পারি।আমরা সবাই সেই সন্ধিক্ষনের অপেক্ষায় আছি।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *