প্রেস ক্লাবের বিজয়া সন্মেলনী
1 min read
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ-বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর প্রেসক্লাব আয়োজিত বিজয়া সন্মেলনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন রায়গঞ্জ পৌর সভার পৌর পিতা সন্দীপ বিশ্বাস,চেম্বার অফ কমার্সের সম্পাদক শঙ্কর কুন্ডু, মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী ও উত্তর দিনাজপুর জেলার তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক রানা দেবদাস।উত্তর দিনাজপুর অরেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র স্বাগত ভাষণ দেন।অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা ব্যক্তব্য রাখার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী কমল নাগ ও সারদা গুহ সঙ্গীত পরিবেশন করেন।উত্তরবঙ্গের বিশিষ্ট শিল্পী কমল নাগ ও উত্তরবঙ্গের বিশিষ্ট গায়িকা সারদা গুহ উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের বিজয়া সন্মেলনীর আসরকে সমৃদ্ধ করে তোলে।প্রত্যেকেই তাদের দুজনের সঙ্গীত পরিবেশনে অভিনন্দন জানায়।