ছট পূজার আগে ঘাট সংস্কারের লক্ষ্যে নৌকায় চড়ে তদারকি করলেন পৌরপতি কাত্তিক চন্দ্র পাল
1 min read
তন্ময় চক্রবর্তী ও সত্যেন মোহন্ত :-দুর্গাপূজা কালী পূজা শেষ
হওয়ার পর এখন ছট পূজার পালা। আর সেই ছটপূজা যাতে সুন্দর ভাবে কালিয়াগঞ্জ
অনুষ্ঠিত হয় তার জন্য এখন থেকে ঘাটের সৌন্দর্যায়ন বৃদ্ধি করার লক্ষ্যে এগিয়ে
আসলো কালিয়াগঞ্জ পৌরসভা। আজ কালিয়াগঞ্জের
শ্রীমতি নদী ঘাট পরিদর্শন করেন নৌকায় চড়ে
।
হওয়ার পর এখন ছট পূজার পালা। আর সেই ছটপূজা যাতে সুন্দর ভাবে কালিয়াগঞ্জ
অনুষ্ঠিত হয় তার জন্য এখন থেকে ঘাটের সৌন্দর্যায়ন বৃদ্ধি করার লক্ষ্যে এগিয়ে
আসলো কালিয়াগঞ্জ পৌরসভা। আজ কালিয়াগঞ্জের
শ্রীমতি নদী ঘাট পরিদর্শন করেন নৌকায় চড়ে
।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নৌকায় চড়ে তদারকি করলেন পৌরপতি ছবি ঃ- শংকর গুপ্তা |
কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কাত্তিক
চন্দ্র পাল এবং সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ , উপপৌরপতি বসন্ত
রায় এবং তৃণমূল নেতা কমল ঘোষ প্রমূখ ।
চন্দ্র পাল এবং সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ , উপপৌরপতি বসন্ত
রায় এবং তৃণমূল নেতা কমল ঘোষ প্রমূখ ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নৌকায় চড়ে তদারকি করলেন পৌরপতি ছবি ঃ- শংকর গুপ্তা |
ঘাট পরিদর্শন করার পাশাপাশি তিনি এদিন
শ্রীমতি নদীতে নিজেই নৌকা করে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখেন সব ঠিকঠাক আছে কিনা । এরপর তিনি বলেন
প্রতিবারের মতো এবারও তারা কালিয়াগঞ্জ এর বিভিন্ন ঘাট এর সৌন্দর্যায়নের জন্য
বিভিন্ন রকমের ব্যবস্থা নিয়েছেন পৌরসভার
পক্ষ থেকে। পাশাপাশি সবাই যাতে ছট পূজার দিন ঘাটে এসে তাদের পূজা
করতে পারে তার জন্য এখন থেকেই ঘাট পরিষ্কার করার কাজ চলছে দ্রুত গতিতে।
শ্রীমতি নদীতে নিজেই নৌকা করে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখেন সব ঠিকঠাক আছে কিনা । এরপর তিনি বলেন
প্রতিবারের মতো এবারও তারা কালিয়াগঞ্জ এর বিভিন্ন ঘাট এর সৌন্দর্যায়নের জন্য
বিভিন্ন রকমের ব্যবস্থা নিয়েছেন পৌরসভার
পক্ষ থেকে। পাশাপাশি সবাই যাতে ছট পূজার দিন ঘাটে এসে তাদের পূজা
করতে পারে তার জন্য এখন থেকেই ঘাট পরিষ্কার করার কাজ চলছে দ্রুত গতিতে।
তিনি আরো
বলেন প্রতিবছরই কালিয়াগঞ্জ পৌরসভা ছট
পূজার আগে ঘাট সংস্কার করে থাকে। এবারও সেই ঘাট সংস্কার ইতিমধ্যে শুরু হয়ে গেছে
এছাড়া শ্রীমতি নদীর ধারে শান্তি কলোনিতে নতুন আরেকটি ঘাট করা হয়েছে।
বলেন প্রতিবছরই কালিয়াগঞ্জ পৌরসভা ছট
পূজার আগে ঘাট সংস্কার করে থাকে। এবারও সেই ঘাট সংস্কার ইতিমধ্যে শুরু হয়ে গেছে
এছাড়া শ্রীমতি নদীর ধারে শান্তি কলোনিতে নতুন আরেকটি ঘাট করা হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনি বলেন
দুর্গাপূজা ও কালী পূজা যেভাবে সুষ্ঠুভাবে কাটলো কালিয়াগঞ্জে তেমন ভাবেই যাতে ছট পূজা ও শান্তিপূর্ণ ভাবে
কাটে তার আগাম ব্যবস্থা নেয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে। তিনি বলেন এখানে প্রচুর মানুষের সমাগম হয় তার
কারণ একটাই আগে শুধুমাত্র একটি সম্প্রদায়ের মানুষের মধ্যেই এই ছট পূজা সীমাবদ্ধ
ছিল কিন্তু এখন সব সম্প্রদায়ের মানুষের মধ্যে ছট পুজো একটা মিলন উৎসবে পরিণত হয়ে গেছে। তিনি বলেন ঘাট পরিষ্কারের সাথে সাথে এখানে যেমন আলোর ব্যবস্থা থাকবে তেমন ই পানীয় জলের ব্যবস্থা ও থাকবে।
দুর্গাপূজা ও কালী পূজা যেভাবে সুষ্ঠুভাবে কাটলো কালিয়াগঞ্জে তেমন ভাবেই যাতে ছট পূজা ও শান্তিপূর্ণ ভাবে
কাটে তার আগাম ব্যবস্থা নেয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে। তিনি বলেন এখানে প্রচুর মানুষের সমাগম হয় তার
কারণ একটাই আগে শুধুমাত্র একটি সম্প্রদায়ের মানুষের মধ্যেই এই ছট পূজা সীমাবদ্ধ
ছিল কিন্তু এখন সব সম্প্রদায়ের মানুষের মধ্যে ছট পুজো একটা মিলন উৎসবে পরিণত হয়ে গেছে। তিনি বলেন ঘাট পরিষ্কারের সাথে সাথে এখানে যেমন আলোর ব্যবস্থা থাকবে তেমন ই পানীয় জলের ব্যবস্থা ও থাকবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});