January 10, 2025

সাড়ম্বরে কালিয়াগঞ্জ পৌরসভার জন কল্লোলের মাঝে ৪ দিন ব্যাপী ৩য় পৌর উৎসবের শুভ সূচনা।

1 min read
জয়ন্ত বোস,বর্তমানের কথা।বারো মাসে তেরো পার্বনের মতোই অতি উৎসাহে কয়েক হাজার জনসমাগমে এবং জন কল্লোলের মাঝে কালিয়াগঞ্জ পৌরসভার ৩য় বার্ষিকী পৌর উৎসবের সূচনা হলো আজ বৈকাল ৪ টায় পৌরসভার অফিস প্রাঙ্গণ থেকে। সর্ব ধর্ম সমন্বয়ে জাতীয় ঐক্যে শান্তির মেলবন্ধনে পায়রা এবং বেলুন উড়িয়ে কালিয়াগঞ্জ পৌরসভার পৌর উৎসবের শুভ সূচনা করেন ইটাহার বিধানসভার বিধায়ক অমল আচার্য্য।
 শুভ সূচনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর উৎসব কমিটির সভাপতি তথা কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল। অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মণ , জেলা পরিষদের সদস্য পূজা আচার্য্য, দধিমোহন দেবশর্মা, উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য অধিকর্তা,  উপ পৌরপতি বসন্ত রায়, বিশিষ্ট সমাজসেবক অসীম ঘোষ, 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি তপন দেবসিংহ, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায়, কালিয়াগঞ্জের সর্বস্তরের ব্যবসায়ীরা, প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা, বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরা এবং সর্বপরি কালিয়াগঞ্জ পৌরসভার কয়েক হাজার সুনাগরিকরা। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের ট্যাবলো ছিল পথ পরিক্রমায় বিশেষ আকর্ষণ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 সকল বিশিষ্ট জনেরা মশাল হাতে মিছিলের অগ্রভাগে থেকে পৌর উৎসবের শুভ সূচনায় শহর পরিক্রমা করেন। সেইসাথে কালিয়াগঞ্জ থানার ট্রাফিকের দায়িত্বে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে সুসজ্জিত করে বাইকে ” সেফ ড্রাইভ, সেভ লাইফ” নিয়ে সচেতনতার বাইক মিছিল। তেমনি ছিল চোখে পরার মতো সাঁওতালি মহিলাদের মাথায় সুসজ্জিত হাঁড়ি নিয়ে নৃত্য পরিবেশন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 সব মিলিয়ে উৎসব মূখর বাংলায় পরন্ত শৈত সন্ধ্যায় আলোর রসনায় কালিয়াগঞ্জ বাসীর মন কেড়ে নিয়েছে পৌরপতি কার্তিক চন্দ্র পালের উদ্দ্যোগে ও সকল কে নিয়ে আন্তরিক প্রচেষ্টায় এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ৪ দিন ব্যাপী কালিয়াগঞ্জ পৌরসভার ৩য় বার্ষিকী পৌর উৎসবের শুভ সূচনা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *