January 10, 2025

উত্তর দিনাজপুর পুলিশ গুন্ডা দমন ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ

1 min read

বিনোদ রুনটা  গত ১৪ নভেম্বর  রাত্রি ২৩.১৫ মিনিটে রায়গঞ্জ থানার  অন্তর্গত সুদর্শনপুর এলাকার  শিলিগুরি মোরের নিকট  নিহাল দাস (২৫) নামে একজন গুলিবিদ্ধ হয় এবং  পরে রায়গঞ্জ সুপার  স্পেশালিটি   হাসপাতালে  তার অপারেশন  হয়।আহতের বক্তব্য অনুযায়ী সুভাষ হোটেলে খাবার গ্রহণের পর, সে  তার বন্ধুদের সাথে হোটেল থেকে বেরিয়ে আসে, সেই সময়  পার্থ @ টাটোন মিত্র এবং ৪ থেকে ৫ জন তাদের বাধা দেয়, অকথ্য ভাষায় গালিগালাজ  শুরু করে এবং  ফাঁকায় এক রাউন্ড গুলি চালায়। এরপর, যখন নীহাল দাস ও তার বন্ধুরা নিজেদের রক্ষা করার জন্য সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন দুষ্কৃতীরা  আবার গুলি চালাতে শুরু করে।সেই সময় নীহাল দাস তার ডান পায়ের জাং-এ  বুলেটের আঘাত পায়।

এই তথ্য পাওয়ার সঙ্গে  সঙ্গেই  আইসি রায়গঞ্জ শ্রী সুরজ থাপা ও তার দল ঘটনাস্থলে পৌঁছে যায় এবং রাত্রীকালিন নাকা ডিউটি দলগুলিকে সতর্ক করে দেয়।  শীঘ্রই দুটি পুলিশ দল মুখ্য দুষ্কৃতী তাতন মিত্র এবং তার চার সহযোগী অনিকেত পাসওয়ান, রাজা ঘোষ,  ছোটন বাসফোর এবং পৃথ্বীশ সাহা- কে  গ্রেপ্তার করতে সক্ষম হয় ।  এছাড়াও আরো দুটি  ৯ এমএম পিস্তল, ৯ টি কার্তুজ এবং ২ টি  ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে এবং দুটি মোটর সাইকেলও  বাজেয়াপ্ত করা হয়।
আই.সি রায়গঞ্জ  সূরজ থাপার  তত্ত্বাবধানে পুলিশ দল এই অপারেশন পরিচালনা করে :-
(১) এস.আই- নিরুপম ফোজদার, (2)  এস.আই- সন্দীপ চক্রবর্তী, (৩) এ.এস.আই-  উত্তম মোদক,  (৪) এ.এস.আই- হরি অধিকারী, (৫)  কনস্টেবল- মিঠুন দাস, (৬)কনস্টেবল-  উপেন সরকার, (৭) কনস্টেবল- বাপ্পাদিত্য বর্মন, (৮)  হোম গার্ড- কুলেশ দাস, (৯) হোম গার্ড- সুদ্বীপ ভৌমিক, (১০) সিভিক- রনি শীল, (১১) সিভিক-  শিবনাথ সরকার, (১২) সিভিক- সান্তনু উপাধ্যায়, (১৩) সিভিক- রাজীব ঘোষ, (১৪) সিভিক- দ্বিজেন্দ্রনাথ ঝা (১৫) সিভিক- আব্দুল রাজ্জাক, (১৬) সিভিক- আব্দুল আজিম, (১৭) সিভিক-মোকসেদ আলী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *