অসমের শিলচরে সাহিত্য সম্মেলনকে কেন্দ্র করে জোর প্রস্তুতি
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–অসমের বরাক উপত্যকার শিলচর শহরে সর্বভারতীয় সাহিত্য সম্মেলনকে কেন্দ্র করে চলেছে জোর প্রস্তুতি।
জানা যায় ২০১৯ শের প্রথম দিকে এই অনুষ্ঠান সম্ভবত হতে যাচ্ছে।নির্দিষ্ট নির্ঘন্ট এখনও জানা না গেলেও অতি দ্রুত তা জানা যাবে বলে শিলচরের বিশিষ্ট কবি ও সাহিত্যিক ক্যামেলিয়া তরাত জানিয়েছেন।উৎসাহী কবি ও সাহিত্যিকগন ৮১৬৭০৬৪২৬৫এই নম্বরে যোগাযোগ করতে পারেন বলে জানা যায়।