বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫তম বর্ষপূর্তিতে ডঃ মমতা কুন্ডু ও ডঃ সৌরেন বন্দোপাধ্যায়ের বক্তৃতা পৌর উৎসবকে সমৃদ্ধ করলো
1 min read
তপন চক্রবর্তী—উত্তরদিনাজপুর–উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর শহরে কালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী পৌর উৎসবের সূচনা হয়েছিল গত ১৪ই নভেম্বর বর্ণাঢ্য মশাল মিছিলের মাধ্যমে।শনিবার ছিল পৌর উৎসবের চতুর্থ দিন।পৌর উৎসবের চতুর্থ দিনে ছিল একটি বিষয় ভিত্তিক বক্তৃতার অনুষ্ঠান।বক্তৃতার বিষয় ছিল আমার দেশ আমার নিবেদিতা ও বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ তম বর্ষপূর্তি।অনুষ্ঠানে প্রথম বক্তা ছিলেন কালিয়াগঞ্জ কলেজের অবসরপ্রাপ্তা অধ্যাপিকা ডঃ মমতা কুন্ডু।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিষয় নির্দিষ্ট ছিল আমার দেশ আমার নিবেদিতা।ভগিনী নিবেদিতা সম্পর্কে অনেক অজানা তথ্য বক্তৃতার মাধ্যমে যে ভাবে তুলে ধরলেন যা পৌর উৎসবে আগত বিশিষ্ট ব্যক্তিরা শুনে সমৃদ্ধ হয়েছে।
ঠিক একই ভাবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ সৌরেন বন্দোপাধ্যাযের বক্তৃতার বিষয় ছিল বিবেকানন্দের শিকাগো বক্তৃতার১২৫ তম বর্ষপূর্তি।ডঃ সৌরেন বন্দোপাধ্যাযের সুন্দর উপস্থাপনায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ তার ভূয়সী প্রসংসা করেছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এক কথায় কালিয়াগঞ্জ পৌর উৎসবের সমাজের প্রতি যে দায়বদ্ধতা ছিল কালিয়াগঞ্জ পৌর উৎসব কমিটি ডঃ মমতা কুন্ডু ও ডঃ সৌরেন বন্দোপাধ্যাযের অসাধারন বক্তৃতার মাধ্যমে দুই মনিষী সম্পর্কে অনেক অজানা তথ্য জানাতে পেরে পৌর উৎসবে আগত শ্রোতারা সমৃদ্ধ হয়েছে।এই কারনে দুই বিদগ্ধ গুণীজন কালিয়াগঞ্জ পৌর উৎসবের গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি করেছে এ ব্যাপারে কোন সন্দেহ নেই।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});