মেয়েকে শাসন করতে গিয়ে মায়ের বেধড়ক মারের জেরে মৃত্যু হলো ৬ বছরের মেয়ে ঋতিকার
1 min read
আশীষ ভট্টাচার্য্য–ধুওগুড়ি,–প্রতিবেশীর অভিযোগের ভিত্তিতে মেয়ে ঋত্বিকাকে অতিরিক্ত শাসন করতে গিয়ে বে-ধরক মারের ফলে ঋত্বিকার মৃত্যু ঘটলো।ধুপগুড়ি থানার পুলিশ ঋত্বিকার কর্মকারের মাকে আটক করেছে ।
ধূপগুড়ি পুর এলাকার ১৫ নম্বর এলাকার বাসিন্দা পেশায় ঠিকা শ্রমিক রবিন কর্মকার কাজের সূত্রে ভিনরাজ্যে থাকেন,গোবিন্দপল্লী এলাকায় দুই মেয়েকে নিয়ে থাকেন মৃত মেয়ের মা রুপালি কর্মকার।এদিন দুপুর ৩ টা নাগাদ খেলতে খেলতে প্রতিবেশী মহিলা সবিতা রায়ের চোখে খোঁচা দিয়ে দেয় ঋতিকা।এরপরই মেয়ের মায়ের কাছে অভিযোগ জানান সবিতা দেবী।পাড়ার লোকের কাছে মেয়ের নামে অভিযোগ পেয়ে অপমানিত বোধ করেন রুপালি দেবী,এরপরই উনুনের সামনে রাখা কাঠ দিয়েই মেয়েকে বেদম প্রহার করেন।তারপর রূপালিদেবী বেসরকারি সংস্থার ঋণ পরিশোধ করতে চলে যান,এরপর বাড়িতে এসে দেখেন মেয়ে সংজ্ঞাহীন অবস্থায় লুটিয়ে পরে আছে।পাড়া প্রতিবেসিদের সাহায্যে ঋতিকাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।ধূপগুড়ি থানার পুলিশ মেয়ের মাকে নিজেদের হেফাজতে নেয়।উদ্ধার করা হয়েছে সেই কাঠ ও রক্ত মোছা কাপড়টি।ধূপগুড়ি থানা সূত্রে খবর, আগামীকাল মৃতদেহ ময়নাতদন্ত করা হবে,ঘটনার তদন্ত শুরু হয়েছে।