January 10, 2025

চোপড়ায় বিজেপিতে বড়সড় ভাঙ্গন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান 600 কর্মী সমর্থক ।

1 min read

চোপড়ায় বিজেপিতে বড়সড় ভাঙ্গন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান ৬০০ কর্মী সমর্থক ।

প্রায় ৬০০ র বেশি বিজেপি কর্মী ও নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন শনিবার । চোপড়া পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য মনিকা সিংহ সহ বিজেপি কর্মীসমর্থক তৃণমূল কংগ্রেসের নাম লেখালেন। এদিন ঘোরুগছ এমএসকে প্রাঙ্গণে তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি নাথু ঘোষ ব্লক কোর কমিটির চেয়ারম্যান তাহের আহমেদ সোনাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবি খাতুন তৃণমূল নেতা সাহিদ আলম এম এল এ এর প্রতিনিধি অসীম মুখার্জি যুবনেতা সুভাষ দেবনাথ ও ছাত্র নেতা এরশাদ আলী ।

প্রমূখ। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর এলাকায় বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য মনিকা সিংহ, বিজেপি নেতা প্রদীপ সিংহ শিক্ষক সুভাষ সিংহ সহ প্রায় 6শো বিজেপি কর্মী সমর্থক এই দিন তৃনমূলে যোগদান করেছেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দলের ব্লক সভাপতি সহ নেতৃত্বরা । পঞ্চায়েত সমিতির সদস্যা মনিকা সিংহ জানান বিগত 3 বছর ধরে বিজেপিতে থেকে সাধারণ মানুষের ককজ করতে পারি নি । তাই দিদির উন্নয়ন মূলক কাজ দেখে ও সাধারণ মানুষের কাজে সাহায্য করার জন্যই আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *