বীরভূমের পুলিশ সুপার পদে বসলেন আইপিএস শ্রী শ্যাম সিং
1 min read
বুধবার সিউড়ি জেলা পুলিশ সুপারের সদর কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার আই পি এস শ্রী কুনাল আগওয়ালের থেকে নতুন পুলিশ সুপার আই পি এস শ্রী শ্যাম সিং তাঁর দায়িত্বভার বুঝে নিলেন।
আই পি এস শ্রী শ্যাম সিং CO, SAP 10th Bn এ ছিলেন। আইপিএস শ্রী কুনাল আগারওয়াল এবছর জুন মাসের ১২ তারিখে বীরভূমের পুলিশ সুপার পদে নিযুক্ত হয়েছিলেন। ৬ মাসের মধ্যে ফের রদবদল হলো বীরভূমের পুলিশ সুপারের।বীরভূমের পুলিশ সুপারের বদলির নির্দেশ নবান্ন থেকে আসার পর আজ আইপিএস শ্রী শ্যাম সিং তাঁর দায়িত্বভার তুলে নিলেন পূর্বতন পুলিশ সুপার আইপিএস কুনাল আগওয়ালের থেকে। কুনাল আগরওয়ালকে বদল করে SS সিআইডি দফতরে পাঠানোর নির্দেশ জারি করা হয়েছে।দায়িত্বভার রদবলের সময় পুলিশ সুপার দপ্তরে উপস্থিত ছিলেন জেলার অন্যান্য পুলিশ অধিকারিকেরা।