বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থ্যা
1 min readবিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থ্যা
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ ৬ আগস্ট:রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিদিন কোভিদ ভ্যাকসিন নিতে বহু মানুষ আসেন।গরমে দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থাকা অস্বস্তি হয়ে পড়ছেন অনেকেই।এবারে এই মানুষদের কথা ভেবে পানীয় জলের ব্যবস্থা করল তৃণমূল কংগ্রেসের কর্মীরা
রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকারের উদ্যোগে বুধবার থেকে চালু হয়েছে এই কর্মসূচি। যতদিন টিকাকরণ কর্মসূচি চলবে ততদিন অরিন্দম বাবু এর উদ্যোগে ভ্যাকসিন নিতে আসা মানুষদের জন্য এই কর্মসূচি চালু থাকবে বলে জানা গিয়েছে।