January 10, 2025

দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির আলতাফ হোসেন নিজের উদ্দ্যোগে পাটের আশ ছাড়ানো মেশিন তৈরি করে এলাকায় হিরো বনে গেছে-

1 min read

দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির আলতাফ হোসেন নিজের উদ্দ্যোগে পাটের আশ ছাড়ানো মেশিন তৈরি করে এলাকায় হিরো বনে গেছে-

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৫ আগস্ট: আত্মনির্ভর ভারত অভিযান এ লক্ষ্যে কৃষির আওতায় কৃষক কল্যাণে কৃষি সরঞ্জাম ও প্রযুক্তি বিভাগ একাধিক উদ্যোগ গ্রহণ করেছে কৃষি দপ্তর।কৃষি ক্ষেত্রের স্থায়ী উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হল কৃষিতে ব্যবহৃত সরঞ্জাম ও যন্ত্রপাতি। এর সাহায্যে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পায়, ফসলের ক্ষতির পরিমান কমে এবং কৃষিক্ষেত্রে খরচ হ্রাস পায়। কৃষিতে ব্যবহৃত যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রাকৃতিক সম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধি করে এবং কৃষি কাজের সঙ্গে জড়িত বিভিন্ন ক্ষেত্রের ব্যয় হ্রাস করে। ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক ‘#আত্মনির্ভর কৃষি’র আওতায় কৃষি সরঞ্জাম ও প্রযুক্তি বিভাগ একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। সেই লক্ষ্যে অনুপ্রাণিত হয়ে এবারভারতবর্ষে সর্বপ্রথম উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার সংযোগস্থল আমিনপুর বড়তলা মোরের বাসিন্দা আলতাব হোসেন তৈরি করে ফেললেন উন্নত মানের একটি যন্ত্রাংশ।যে যন্ত্রের মাধ্যমে এখন থেকে পাট চাষীরা সহজেই কম খরচে শ্রমিক ছাড়াই তারা নিজেদের জমির পাটের আশ ছড়িয়ে ফেলতে পারবেন নিমিষের মধ্যে। যে যন্ত্র ইতিমধ্যে কৃষকদের মধ্যে একটা নজীর সৃষ্টি করে ফেলেছে।

 

জানা যায় ইতিমধ্যে আলতাব হোসেন এর তৈরি করা মেশিন নিয়ে কৃষি বিভাগের আধিকারিকরা কৃষকদের মধ্যে আতমা প্রকল্পের মাধ্যমে বোঝাতে শুরু করেছেন এই যন্ত্রের ব্যবহার কিভাবে করতে হয় এবং এই যন্ত্র কতটা উপকারে লাগবে কৃষকদের।এই পাটের আশ ছাড়ানো যন্ত্রের আবিষ্কারের কথা শুনে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর জেলার পাট চাষিদের মধ্যে ব্যাপক খুশির হাওয়া বইতে শুরু করে দিয়েছে।কালিয়াগঞ্জ ব্লকের সহ-কারী কৃষি অধিকর্তা গোপাল ঘোষ বলেন পাটের আশ বের করার জন্য যে যন্ত্র কুশমন্ডির আলতাব হোসেন আবিস্কার করেছেন তা সত্যি সত্যিই অভিনন্দন যোগ্য।এই সময় পাটের মরশুমে এই যন্ত্র আবিষ্কার অত্যন্ত সময়োপযোগী।দক্ষিণ দিনাজপুর জেলারআলতাব হোসন একজন দক্ষ মেকানিক বলে জানালেন দক্ষিণ দিনাজপুর জেলার শিল্প কেন্দ্রের আধিকারিক প্রকাশ বাগ।প্রকাশ বাবু বলেন যেহেতু আলতাব হোসেন কৃষি যন্ত্রপাতি নিয়েই কাজ কারবার করে আসছে তাই তিনি মনে মনে একটা চিন্তা করেছিল দুই দিনাজপুর জেলায় প্রচুর পাট চাষ হয়ে থাকে।পাট বড় হবার পর তাকে জাগ দেওয়া অত্যন্ত কষ্ট সাধ্য ব্যাপার।তারপর প্রয়োজনীয় জলের অভাব তো আছেই।প্রকাশ বাগ বলেন আলতাব হোসেন পাটের আশ বের করার জন্য যে যন্ত্র তৈরি করেছেন তার পেছনে বড় কারণ হল পরিবেশ দূষণ থেকে সমাজকে বাঁচানো।এই যন্ত্র দিয়ে পাটের আশ বের করার ফলে জলের মধ্যে পাটকে পচানোর জন্য জাগ দিতে হচ্ছেনা।ফলে পাট চাষিদের পাট না পচানোর কারনে মানুষকে দুর্গন্ধের সম্মুখীন আর হতে হবেনা।এটা একটা বড় সুবিধা এই যন্ত্রের আবিষ্কারের ফলে পরিবেশ দূষণের হাত থেকে গ্রামের মানুষেরা রেহাই পাবে।তা একদম নিশ্চিতভাবেই বলা যায়। মানুষ পাবে বলে প্রকাশ বাগ জানান। দক্ষিণ দিনাজপুর জেলার কৃষি দপ্তরের প্রাক্তনডেপুটি ডাইরেক্টর জ্যোতির্ময় বিশ্বাস এক সাক্ষাৎকারে বলেন আমিনপুরের আলতাব হোসেনের উপর আমাদের একটা বিশ্বাস ছিল। ও কিছু একটা করে দেখাবে।অবশে।তা সত্যিই হল।আলতাব হোসেন দক্ষিণ দিনাজপুর জেলার কৃষি দপ্তর ও জেলা শিল্প।দপ্তরের উৎসাহে উৎসাহিত হয়ে আলতাব হোসেন ২০১৯ সাল থেকে পাটের আশ বের করার মেশিন তৈরি করবার চেষ্টা করে আসছিল।কিন্তূ সেই রকম উন্নতমানের তা হয়নি।কিন্তূ ২০২০ সাল থেকে আলতাব হোসেন দক্ষিণ দিনাজপুর জেলার শিল্প কেন্দ্রের আধিকারিক প্রকাশ ব্যাগ এবং কৃষি দপ্তরের ডেপুটি ডাইরেক্টর জ্যোতির্ময় বিশ্বাসের সহযোগিতায় পাটের আশ বের করবার জন্য একটি মেশিন তৈরি করবার জন্য একটা রূপরেখা করে দেওয়া হলে তা দেখে আলতাব হোসেনের উৎস অনেকগুন বেড়ে যায়।আমিনপুর গ্রামের আলতাব হোসেন এবছর পাঁচটি পাটের আশ ছাড়ানো যন্ত্র তৈরি।করেছে বলে আলতাব হোসেন জানান।তিনি বলেন এই মেশিনের তৈরির ফলে পাট চাষিদের একদিকে সময় অনেক কম লাগবে তেমনি পাটের আশ বের করতে খরচ অনেকটা কমে যাবে কৃষকদের। আলতাব হোসেন রাজ্য সরকাকারের কাছে দাবি জানান দক্ষিণ দিনাজপুর জেলায় যেহেতু কোন শিল্প কারখানা নেই তাই দক্ষিণ দিনাজপুর জেলার আমিনপুরে একটি পাটের আশ শিল্পের যন্ত্রের একটি কারখানা গড়ে তোলা হোক।যা এই রাজ্যে এই ধরনের কারখানা এই প্রথম হতে পারে বলে আলতাব হোসেন দাবি করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *