January 10, 2025

বন্ধন ব্যাঙ্কের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পালিত হল “বিশ্ব মাতৃ দুগ্ধ দিবস”।

1 min read

বন্ধন ব্যাঙ্কের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পালিত হল “বিশ্ব মাতৃ দুগ্ধ দিবস”।

লোকনাথ সরকার, হরিরামপুর ৬ ই আগস্ট  হরিরামপুর ব্লকের অধীন বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতে বন্ধন ব্যাঙ্কের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ পালন করা হল “বিশ্ব মাতৃ দুগ্ধ দিবস”। সুস্থ ও সবল থাকতে একটি শিশুর জীবনে মাতৃ দুগ্ধের গুরুত্ব অপরিসীম। বর্তমান সমাজে অনেক মা নবজাতককে মাতৃদুগ্ধ পান করাতে চান না। কিন্তু এই মাতৃদুগ্ধ পান না করার ফলে সেই নবজাতক ও নবজাতিকা শিশুদের আগামী দিনে তাদের শরিরীক রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে। এক কথায় শারীরিক বিকাশের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা তৈরি হবে। সে সব বিষয়কে মাথায় রেখেই বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতের

বিভিন্ন এলাকার আই. সি. ডি. এস কর্মী সহ, এলাকাবাসীদের নিয়ে এদিনের এই অনুষ্ঠান পালন করা হয় ।বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতে প্রধান রোহিনী দেবশর্মা জানান, শিশুদের শারীর পরিকাঠামো শক্ত করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং সুস্থ সবল থাকতে প্রত্যেক শিশুকে মাতৃদুগ্ধ পান করা ভীষণ গুরুত্বপূর্ণ। মাতৃ দুগ্ধ হতে কোনো মা যাতে, কোনো শিশুকে বঞ্চিত না করেন সেই অনুরোধ জানান। শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যত, তাদের শক্ত করে তৈরী করার দায়িত্ব সকল মায়ের এবং আমাদের সকলের।ছোটোদের নাচ-গান নিয়ে এদিনের অনুষ্ঠানে সমবেত হন এলাকার খুদে শিল্পীরাও । এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতের প্রধান রোহিনী দেবশর্মা। এর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান আব্দুল রাজ্জাক, বন্ধন ব্যাঙ্ক এর স্বাস্থ্য বিভাগের এরিয়া কো-অর্ডিনেটর শ্রীজীব মন্ডল সহ, গ্রাম পঞ্চায়েতের অন্যান্য আধিকারিক বৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *