আবহাওয়ার উন্নতি হওয়ায় হুগলী জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে জল নামতে শুরু করেছে।
1 min readআবহাওয়ার উন্নতি হওয়ায় হুগলী জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে জল নামতে শুরু করেছে।
আবহাওয়ার উন্নতি হওয়ায় হুগলী জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে জল নামতে শুরু করেছে। এরফলে বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। তবে খানাকুল 1 এবং 2 নম্বর ব্লকের অবস্থা খুব একটা পরিবর্তন হয়নি। এখনো বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বহুগ্রাম জলমগ্ন হয়ে রয়েছে।
ধান্যঘড়ী, ঘোষপুর,মারোখানা,ঠাকুরাণীচক প্রভৃতি গ্ৰাম পঞ্চায়েতের বিভিন্ন গ্ৰামে বহু বাড়ী জলের তলায়।অনেক মানুষ পাকা বাড়ীর ছাদে আশ্রয় নিয়ে আছেন।গত কয়েক দিনের মতো আজও এনডিআরএফ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা জলবন্দী মানুষদের কাছে খাবার, পানীয় জল, ঔষধ এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন।এদিকে বেশকিছু ত্রাণ শিবির থেকে মানুষ নিজেদের ঘরে ফিরতে শুরু করেছেন। তবে এখনও বিভিন্ন ত্রাণ শিবিরে মানুষ আশ্রয় নিয়ে আছেন। বিশেষ করে খানাকুল ব্লকের বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি না হওয়ায়।।