January 11, 2025

কালিয়াগঞ্জ সুকান্ত মোড়ে পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের অবস্থান বিক্ষোভ-

1 min read

কালিয়াগঞ্জ সুকান্ত মোড়ে পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের অবস্থান বিক্ষোভ-

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৯জুলাই: লাগামছাড়া পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর ও ব্লক কংগ্রেসের যৌথ উদ্যোগে কালিয়াগঞ্জ সুকান্ত মোড়ে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। কংগ্রেসের অবস্থান বিক্ষোবের মূল সুর ছিল কেন্দ্রের মোদি সরকার সবদিক দিয়েই ব্যর্থ সরকার।একটানা ডিজেল ও পেট্রোলের মূল্য বৃদ্ধির ফলে বাজারে দ্রব্যমূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।দ্রব্য সমগ্রী সাধারণ মানুযের ক্রয়ক্ষমতার নাগালের বাইরে চলে গেছে।গ্যাসের দাম বৃদ্ধির কারণে গ্রামের অধিকাংশ সাধারন মানুষ গ্যাস ক্রয় করতে পারছেনা।

মোদি সরকার যে উদ্দেশ্যে উজালা গ্যাস প্রচলন করেছিল সেই প্রকল্প মাঝ পথে মুখ থুবড়ে পড়েছে।কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি সুজিৎ দত্ত বলেন মোদি সরকার যে ভাবে মানুষের যে জনপ্রিয়তা নিয়ে এসেছিল সেটা আজ তলানিতে এসে ঠেকেছে। আগামী ২০২৪সাল ভারতবর্ষ মোদির জন্য নয়।দেশের জনগণ কেন্দ্রের দায়িত্ব মোদির হাতে তুলে দেওয়ায় মোদি তার অপব্যবহার করেছে।অবস্থান বিক্ষোভে বক্তব্য রাখেন মহিলা কংগ্রেস নেত্রী ধিতশ্রী রায়,যুব কংগ্রেস নেতা গিরিধারী প্রামানিক,শহর কংগ্রেস সভাপতি তুলসী জয়সোয়াল,যুব নেতা সৌম্য দত্ত এবং কংগ্রেস নেতা আয়ুব আনসারী কংগ্রেস নেতা পঙ্কজ পাল ।কংগ্রেসের অবস্থান বিক্ষোভের মূল দাবি ছিল অবিলম্বে পেট্রোল ,ডিজেলের দাম কমানোর সাথে সাথে গ্যাসের মূল্য কমাতে হবে, কৃষকদের কালা আইন বাতিল করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *