সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত ১
1 min readসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত ১
শশাঙ্ক সরকার,ইটাহারঃ সাত সকালে বাজার থেকে সবজি বিক্রি করে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত ১ ও আশঙ্কাজনক ১ জন যুবক। এদিন এই পথ দূর্ঘটনাটি ঘটেছে ইটাহার থানার বিধিবাড়ি এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে। পথ দূর্ঘটনার ফলে ব্যপক চাঞ্চল্য ছড়ায় বিধিবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানাযায়, ইটাহার থানার বানবোল গ্রামের বাসিন্দা দুই বন্ধু সত্যজিৎ সরকার(২২) ও প্রসেনজিৎ রায়(১৯) সদর ইটাহার পাইকারি সবজি বাজারে নিত্যদিনের মত সকালে সবজি বিক্রি করতে এসেছিল। সবজি বিক্রি করে সাইকেল নিয়ে জাতীয় সড়ক ধরে বানবোলে বাড়ি ফেরার পথে রায়গঞ্জ মুখী
একটি দশ চাকা কন্টেনার লরি সামনে থাকা অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে তাদের পেছন থেকে ধাক্কা মারে। ঘটনা স্থলে সত্যজিৎ সরকার নামে এক যুবক লরির চাকায় পিষ্ট হয় ও অন্য জন প্রসেনজিৎ রায় রাস্তার ধারে ছিটকে পরে। দুই জনকে উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে প্রত্যক্ষদর্শীরা। হাসপাতালে আনলে সত্যজিৎ সরকারকে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে।
পাশাপাশি প্রসেনজিৎ রায়ের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা তাকে তরিহরি রায়গঞ্জ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে স্থানান্তর করে। বানবোল গ্রামে খবর পৌচ্ছালে পরিবারের সদস্য সহ এলাকার বাসিন্দারা ছুটে আসে ইটাহার গ্রামীণ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইটাহার থানার পুলিশ। বিধিবাড়ি এলাকার বাসিন্দারা ঘাতক দশ চাকা লরিটি আটকে দিলেও চালক ও খালাশি পলাতক বলে জানাযায়। ইটাহার থানার পুলিশ ঘাতক লরিটি থানায় নিয়ে যায় ও মৃত দেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ বানবোল গ্রামে।