উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মাঝিয়ালি অঞ্চলে নাবালিকা কন্যা নিখোঁজ
1 min readউত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মাঝিয়ালি অঞ্চলে নাবালিকা কন্যা নিখোঁজ
রাকেশ রায় উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মাঝিয়ালি অঞ্চলের সমারু গছ আমতলা গ্রামের চা শ্রমিক আমরুস কেরকেটার ছোট মেয়ে সুস্মিতা কেরকেটা (১৪ ) গত মাসের ২৫ তারিখ তার বাড়ি থেকে প্রায় পাঁচ কিমি দূরে কাঁচা কালিতে প্রাইভেট টিউশন এ যান । সেখানে ছুটির পর আর ফিরে আসেনি সুস্মিতা । পরিবারের লোকজন ওই দিন দুপুর পর্যন্ত অপেক্ষা করার পর মেয়ে ফিরে না আসায় চোপড়া থানায় গিয়ে একটি মিসিং ডায়েরি ও করেন ।
তারপর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় ফোনের মাধ্যমে যোগাযোগ ও খোঁজ খবর নেন । কিন্তু মেয়েটির বাবা আমরুস কেরকেটা ও মাতা পাওলিনা কেরকেটা চা বাগান স্রমিক হওয়ার কারণে দূরে কোথাও খোঁজ করতে যেতে পারছেন না । কারণ তারা স্বামী স্ত্রী দুজনেই চা বাগানের শ্রমিক । একদিন কাজে না গেলে কাজ হারাবে । কাজ না করলে উনুনে হাঁড়ি চড়বে না । তাই মেয়ে হারা আদিবাসী চা শ্রমিক দম্পতির নিখোঁজ মেয়ে উদ্ধারের এক মাত্র ভরসা প্রশাসন । মা পাওলিনা জানান ,তার মেয়ে বদি গছ হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। তার বড় মেয়ে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে। এবং এক ছেলে নবম শ্রেণীতে। এই আদিবাসী শ্রমিক দম্পতি দিন মজুর হলেও মেয়েদের পড়াশোনা বন্ধ করেনি। তাদের নাবালিকা কন্যা নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও কোন সন্ধান না পাওয়ায় মানসিক ভাবে ভেঙে পড়েছে শ্রমিক দম্পতি। তারা প্রশাসনের কাছে, সরকারের কাছে জোর হাত করে তাদের কন্যার উদ্ধারের আবেদন জানিয়েছেন ।