করোনা বিধি মেনে কালিয়াগঞ্জে অভিভাবকদের দেওয়া হল মিড ডে মিলের খাদ্য সামগ্রী
1 min readকরোনা বিধি মেনে কালিয়াগঞ্জে অভিভাবকদের দেওয়া হল মিড ডে মিলের খাদ্য সামগ্রী
শুভ আচার্য কালিয়াগঞ্জ করোনা অতিমারির কারণে রাজ্য জুড়ে সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধ রয়েছে।শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধ থাকলেই যাতে ছাত্র ছাত্রীরা মিডেমিল থেকে বঞ্জিত না হয় সেই কারণে রাজ্যের মূখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বিদ্যালয় গুলি থেকে সরকারি বিধি মেনে ছাত্রছাত্রীদের অবিভাবকদের মধ্যে মিডেমিলের খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে।
সেই মতাবেক উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় থেকে মিডেমিলের খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে বিদ্যালয়ের ছাত্রদের অবিভাবকদের মধ্যে।এদিন মিডেমিলের চাল,ডাল,আলু,চিনি,সোয়াবিন এবং করোনার হাত থেকে রক্ষা পেতে একটি করে সাবান প্রদান করা হচ্ছে।
খাদ্য সামগ্রী পেয়ে খুশি অবিভাবকেরা।বিদ্যালয়ের মিডেমিলের দায়িত্বে থাকা শিক্ষক ধীরেন পাহান বলেন করোনা আবহের কারণে বিদ্যালয় বন্ধ রয়েছে।করোনা অতিমারির কারণে দুঃস্থ মানুষেরা সমস্যার মধ্য দিয়ে দিন কাটাছে।রাজ্য সরকারের পক্ষ থেকে ছাত্রদের মিডেমিলের খাবারের বদলে খাদ্য সামগ্রী প্রদান করছে।ফলে উপকৃত হচ্ছে তারা।