কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য সরকারের টাকা পেয়ে খুশি কালিয়াগঞ্জে কৃষকরা
1 min readকৃষক বন্ধু প্রকল্পে রাজ্য সরকারের টাকা পেয়ে খুশি কালিয়াগঞ্জে কৃষকরা
শুভ আচার্য কালিয়াগঞ্জ অনেকে অনেক কথা দিয়ে কথা রাখেন না।কিন্তু বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ক্ষমতায় এলে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে ১ একক জমির জন্য বাৎসরিক ১০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করে ছিলেন ইতিমধ্যে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের এ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে যাওয়ায় খুশির হাওয়া উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কৃষকদের মধ্যে।তাদের সকলের মূখে একি কথা রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছেন।
তার ফল সরুপ জমির মাপ অনুসারে প্রথম কিস্তির টাকা ঢোকা শুরু করেছে ব্যাঙ্ক এ্যাকাউন্টে।মুখ্যমন্ত্রী গরীব কৃষকদের কথা চিন্তা করে এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাতে কৃষকেরা তার কাছে চির কৃতজ্ঞ বলে জানান কৃষকেরা।অপদিকে ব্লক কৃষি আধিকারিক গোপাল চন্দ্র ঘোষ বলেন কৃষক বন্ধু প্রকল্পের জমির পরিমান অনুসারে প্রথম টাকা প্রদান করা শুরু হয়েছে।
কালিয়াগঞ্জ ব্লকের মোট ২২,৯৪২ জন কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে আছে,যার মধ্যে ২২৩৮২ জনের প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে বাকি আছে ৬০০ জনের মতো তা আগামী কয়েক দিনের মাধ্যে দিয়ে দেওয়া হবে।এই অর্থ পাওয়াতে কৃষিদের অনেকটাই সুবিধা হবে বলে জানান কৃষি আধিকারিক।