কালিয়াগঞ্জ শহরে পাঁচ কোটি টাকা ব্যয়ে বন্ধ হয়ে থাকা স্টেডিয়ামের কাজ আবার শুরু-
1 min readকালিয়াগঞ্জ শহরে পাঁচ কোটি টাকা ব্যয়ে বন্ধ হয়ে থাকা স্টেডিয়ামের কাজ আবার শুরু-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২জুলাই:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের রশিদপুরে কালিয়াগঞ্জ পৌর সভার উদ্দ্যোগে এই এলাকার ক্রীড়া প্রেমীদের উদ্দেশ্যে শুরু করা হয়েছিল একটি স্টেডিয়াম।কিন্তূ করোনা আবহের লকডাউনের কারনে বন্ধ হয়ে যায়। সম্প্রতি কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক মন্ডলীর উদ্দ্যোগে পুনরায় কালিয়াগঞ্জের রসিদপুরে স্টেডিয়ামের বন্ধ হয়ে থাকা কাজ আবার শুরু করা হয়।
কোভিড আবহে কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক শচিন সিংহ রায় বলেন কালিয়াগঞ্জের স্টেডিয়াম নির্মাণের কাজ অনেকটাই পিছিয়ে গেছে।তাই খেলা ধুলাকে গুরুত্ব দিয়ে পুনরায় স্টেডিয়ামের কাজ দ্রুত গতিতে শুরু করা হয়েছে। বিগত দুই বছর ধরে খেলা ধুলা সবকিছুই বন্ধ হয়ে আছে।এখন যেহেতু করোনার প্রভাব অনেকটাই কমতে চলেছে তাই করোনা বিধি মেনে স্টেডিয়াম নির্মাণের কাজ আমরা নুতন উদ্যমে শুরু করে দিয়েছি এলাকার খেলা ধুলার স্বার্থের দিকে তাকিয়েই।কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সম্পাদক তরুণ গুহ বলেন করোনার কারনে আমরা একদিকে যেমন পড়াশুনা থেকেঅনেক পিছিয়ে পড়েছি ঠিক একই ভাবে খেলা ধুলার জগৎ থেকেও অনেক পিছিয়ে পড়েছি।
কালিয়াগঞ্জের স্টেডিয়ামের কাজ আবার দ্রুত গতিতে শুরু হওয়ায় কালিয়াগঞ্জের পৌর প্রশাসককে অভিনন্দন জানাচ্ছি বলে তরুণ গুহ বলেন।উত্তর দিনাজপুর খো খো এসোসিয়েশনের সম্পাদক বরুণ দাস বলেন আমরা খো খো খেলার মাঠের জন্য অনেক বিদ্যালয়কে জোর করে অনুমতি নিয়ে থাকি ছেলে মেয়েদের অনুশীলন করবার জন্য।আজ কালিয়াগঞ্জে যদি একটি স্টেডিয়াম থাকতো তাহলে আমরা নিজের মত করে খো খো খেলার অনুশীলন দিতে পারতাম।কালিয়াগঞ্জ শহরে বর্তমানে সব রকমের খেলা ধুলার চর্চা হয়ে থাকে।কিন্তু বড় বড় মাঠ না থাকার ফলে সবারই অসুবিধা হচ্ছে।পৌর সভার উদ্দ্যোগে স্টেডিয়ামটি হয়ে গেলে কালিয়াগঞ্জ থেকে অনেক ভালো খেলোয়াড় ভবিষ্যতে তৈরী হবে বলেই তার বিশ্বাস।কালিয়াগঞ্জের কাবাডির কোচ মিঠুন বর্মন এক প্রশ্নের উত্তরে বলেন কালিয়াগঞ্জে স্টেডিয়ামের ভীষণ প্রয়োজন।আমরা কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের একটা মাঠে সবাই একসাথে অনুশীলন করে থাকি।স্টেডিয়াম হয়ে গেলে অনেক বড় জায়গা অনুশীলনের জন্য আমরা পেলে খুব ভালো হবে।কালিয়াগঞ্জে স্টেডিয়ামের।কাজ বছর খানেকের মধ্যে হয়ে যাবে বলেই আমি আশা করছি।