কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর বন্ধ রেল প্রকল্পের কাজ পুনরায় শুরুর দাবিতে স্টেশন ম্যানেজারের নিকট ডেপুটেশন
1 min readকালিয়াগঞ্জ-বুনিয়াদপুর বন্ধ রেল প্রকল্পের কাজ পুনরায় শুরুর দাবিতে স্টেশন ম্যানেজারের নিকট ডেপুটেশন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২জুলাই:শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে বন্ধ হয়ে থাকা কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু করার জন্য কালিয়াগঞ্জ রেল স্টেশন ম্যানেজারের কাছে দাবি পত্র পেশ করলো কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল রূপায়ন ও উন্নয়ন কমিটির সদস্যরা। শুক্রবার সকাল সাড়ে দশটায় কালিয়াগঞ্জ স্টেশনে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল উন্নয়ন কমিটির সভাপতি সুনীল সাহা,সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক প্রসূন দাস সহ সভাপতি স্বপন সরকার, সুব্রত স্মর, কাঞ্চন দে ,জয়ন্ত চক্রবর্তী স্বপন ব্রহ্ম,বাপ্পা চৌধুরি,ভানু প্রতাপ শর্মা স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমারের চেম্বারে আলোচনায় বসেন।ডেপুটেশনের মূল দাবি ছিল অবিলম্বে রেল দপ্তরকে ১২ বছর ধরে বন্ধ হয়ে থাকা রেল দপ্তরের অনুমোদিত কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ পুনরায় দ্রুত শুরু করতে হবে।
অন্যান্য দাবিগুলির মধ্যে ছিল ডালিমগাও রেল স্টেশনে রেক পয়েন্ট স্থাপন করতে হবে,বারসই-রাধিকাপুর রেল লাইন দ্রুত বৈদ্যুতিকরনের কাজ শুরু করতে হবে,রাধিকাপুর মডেল স্টেশনের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে এবং রাধিকাপুর থেকে দক্ষিণ ভারতগামী ট্রেন চালু করতে হবে।কালিয়াগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার পঙ্কজ কুমার বলেন তিনি স্মারকলিপিটি উত্তরপূর্ব সীমান্ত রেলপথের কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজারের কাছে গুরুত্ব সহকারে পাঠিয়ে দেবেন বলে জানান।
কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্প রূপায়ন ও উন্নয়ন কমিটির যুগ্ম সম্পাদক প্রসূন দাস বলেন দীর্ঘ একযুগ ধরে একটি অনুমোদিত রেল প্রকল্পের কাজ বন্ধ হয়ে থাকলেও রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় প্ৰতি মন্ত্রী দেবশ্রী চৌধুরীর এ ব্যাপারে কোন রকম হেলদোল না থাকায় সাধারণ মানুষ প্রচন্ড ক্ষুব্ধ তার কাজ কর্মে।তিনি বিপুল ভোটে জয়ী হলেও কালিয়াগঞ্জ বা উত্তর দিনাজপুর জেলার জন্য কোন কাজ করেন নি। কালিয়াগঞ্জের সাধারণ মানুষের বক্তব্য অবিলম্বে মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে রেল মন্ত্রীর সাথে আলোচনা করে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের নির্মাণ কাজ শুরু করবার চেষ্টা করতে হবে। সংগঠনের সহ সভাপতি স্বপন সরকার বলেন কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ সম্পন্ন হলে উত্তরপূর্বান্চলের রাজ্যগুলির সাথে এই রাজ্যের উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার যোগাযোগের ক্ষেত্রে যেমন অনেক সুবিধা হবে তেমনি সময় ও অর্থ দুটই কম লাগবে।