কালিয়াগঞ্জে প্রাক্তন বিধায়ক এর সঙ্গে একমত নন পৌরসভার প্রশাসক শচীন সিংহ রায়।
1 min readকালিয়াগঞ্জে প্রাক্তন বিধায়ক এর সঙ্গে একমত নন পৌরসভার প্রশাসক শচীন সিংহ রায়।
তনময় চক্রবর্তী।।। তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিলে কালিয়াগঞ্জে কোনদিনও উন্নয়ন হবে না। গতকাল কালিয়াগঞ্জ এর ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের একটি সাংগঠনিক সভা শেষে সাংবাদিকদের কাছে মন্তব্য করেছিলেন কালিয়াগঞ্জ এর প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ। আজ ২৪ ঘন্টা যেতে না যেতেই প্রাক্তন বিধায়ক এর সেই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক শচীন সিংহ রায়। তিনি বলেন এটা বাজে কথা। উন্নয়নের ক্ষেত্রে কোনদিন তৃণমূল কংগ্রেস রাজনীতি করেনি আগামীদিনে ও করবে না। মা মাটি মানুষের সরকারের মাধ্যমে কালিয়াগঞ্জ এর উন্নয়নের ধারা বজায় রাখবে কালিয়াগঞ্জ এর পৌর প্রশাসন।
গতকাল প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ বলেন কালিয়াগঞ্জ এর জনগণ ভেবে নিয়েছিল যে এবার বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি সরকার তাই ঝোঁকের মাথায় তারা বিজেপিকে ভোট দিয়েছিল। এখন চায়ের দোকানের সবাই আফসোস করে আলোচনা করছে বিজেপিকে ভোট দিয়ে ভুল হয়েছে। তপন দেব সিংহ বলেন রাজ্য সরকারে এখন তৃণমূল কংগ্রেস আছে তাই আগামী দিনে যদি পৌরসভা নির্বাচনে কালিয়াগঞ্জ এর মানুষ আবার বিজেপিকে ভোট দেয় তাহলে কালিয়াগঞ্জ এর সমস্ত উন্নয়ন বন্ধ হয়ে যাবে। আজ এই প্রশ্নের উত্তরে কালিয়াগঞ্জ এর পৌর প্রশাসক শচীন সিংহ রায় বলেন এটা বাজে কথা। এটা বিধায়কের ব্যক্তিগত কথা হতে পারে। তার সাথে আমি একমত নই এই ব্যাপারে। মা মাটি মানুষের সরকার আমাকে এখানে পাঠিয়েছে মানুষের সেবা করতে। এখানে আমাকে তো আমাকে বলে নাই কোন সরকার থাকবে না থাকবে। আমাকে যখন প্রশাসক হিসেবে পাঠিয়েছে আমার কাছে সবাই সমান। এখানে কোন দল, মত, ধর্ম ভাষাভাষী বলে কোন কিছু নেই। তিনি বলেন প্রাক্তন বিধায়ক কি বলছে আমার দেখার দরকার নেই। আমি কি করছি সেটা দেখার বিষয়। প্রশাসক বলেন আমি গান্ধী বাদী লোক। মমতা ব্যানার্জির হাত আছে আমার মাথায়। তাই আজকে আমি প্রশাসক হয়েছি। এদিকে এ ব্যাপারে সাধারন মানুষরা জানান, একজন প্রাক্তন বিধায়ক নিজে একজন একটা সময় তৃণমূলের বিধায়ক কি করে এ ধরনের কথা বলতে পারেন। তখন দেব সিংহ বলছেন বিজেপি কে সাধারণ মানুষ ভোট দিলে কালিয়াগঞ্জ এর উন্নয়ন স্তব্ধ করে দিবে রাজ্যের সরকার। সাধারণ মানুষরা বলেন এর মানে কি বর্তমান রাজ্য সরকার উন্নয়নের ক্ষেত্রে ও রাজনীতি করবে। তাই প্রাক্তন বিধায়ক এর এই মন্তব্যে হতাশ কালিয়াগঞ্জ বাসী।