কালিয়াগঞ্জ কলেজের এন এস এস ও এন সি সির যৌথ উদ্যোগে দুই গ্রামের ৫৫জন দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী-
1 min readকালিয়াগঞ্জ কলেজের এন এস এস ও এন সি সির যৌথ উদ্যোগে দুই গ্রামের ৫৫জন দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৩০ জুন:বুধবার কালিয়াগঞ্জ কলেজের এন এস এস ও এন সি সি ইউনিটের যৌথ উদ্যোগে ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সমিতির সহ যোগিতায় কালিয়াগঞ্জ ব্লকের সেরগ্রাম ও পূর্ব ভান্ডার গ্রামের আদিবাসী পাড়ার ৫৫ জন দুঃস্থ আদিবাসীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল।এই অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন কালিয়াগঞ্জ কলেজের অধ্ক্ষ ডঃ পীযুষ কুমার দাস
এবং উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তনি সমিতির সদস্য তথা কালিয়াগঞ্জ।কলেজের এন এস এস ইউনিটের প্রোগ্রাম অফিসার ডঃ বিপুল মন্ডল।এ দিনের অনুষ্ঠানে মুমুর্ষ রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার তুলে দেওযা হয় রায়গঞ্জের মুক্তির কান্ডারী সংস্থাকে।
অনুষ্ঠানে রায়গঞ্জ মুক্তির কান্ডারী কর্নধার কৌশিক ভট্টাচার্য।অধ্যাপক বিপুল মন্ডল জানান কলেজের এন এস এস এর আর্থিক সহায়তায় চারটি অক্সিজেন সিলিন্ডার ক্রয় করা হয়েছিল।কালিয়াগঞ্জ ব্লকের পূর্ব ভান্ডার ও সের গ্রামের আদিবাসী পরিবারের সদস্যরা করোনা আবহের এই লকডাউনের সময় বাড়িতে এই সাহায্য পেয়ে ভীষণ খুশি হয়েছে বলে জানায়।