কোভিড কর্মীদের অন্ধকারে রেখে কালিয়াগঞ্জ পৌর সভা অস্থায়ী কোভিড ভলান্টিয়ার নিয়োগ করতে গিয়ে ব্যাপক বাধার সম্মুখীন
1 min readকোভিড কর্মীদের অন্ধকারে রেখে কালিয়াগঞ্জ পৌর সভা অস্থায়ী কোভিড ভলান্টিয়ার নিয়োগ করতে গিয়ে ব্যাপক বাধার সম্মুখীন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৯,জুন: মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভায় পৌর প্রশাসকের দপ্তরে অস্থায়ী কোভিড কর্মীদের বিক্ষোভে পৌর সভা অচল হয়ে পরে। জানা যায় কালিয়াগঞ্জ পৌর সভার অস্থায়ী কোভিড সংক্রান্ত কাজের সাথে যুক্ত কর্মীরা কয়েকদিন থেকেই জানতে পারে যে পৌর সভার প্রসাশক মন্ডলি নুতন করে কিছু অস্থায়ী কর্মী নিয়োগ করতে যাচ্ছে আনুমানিক ৫৬ জন অস্থায়ী কর্মী থাকা স্বত্বেও। যখন জানতে পারে যে তাদের বাদ দিয়ে নুতন অস্থায়ী কোভিড ভ্যান্টিয়ার্স নিয়োগের জন্য নাম পাঠানো হয়েছে তখনই অস্থায়ী কর্মীরা বিক্ষোভে ফেটে পরে।এর পর অস্থায়ী কর্মীরা প্রথমে পৌর সভার নির্বাহী আধিকারিক আশুতোষ বিশ্বাসের ঘরে গিয়ে দাবি জানাতে থাকে
যে তাদেরকেই কোভিড ভ্যান্টিয়ার্স হিসাবে নিয়োগ করতে হবে।নির্বাহী আধিকারিক আশুতোষ বিশ্বাস বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন তিনি এসব ব্যাপারে কিছুই জানেন না।তার সাথে এসব নিয়ে কোন আলোচনা করা হয়নি। এর।পর অস্থায়ী কর্মীরা কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক শচিন সিংহ রায়ের ঘরে ঢুকে দাবি জানান তারা যেহেতু এই কাজ দীর্ঘদিন ধরে করে আসছে সে ক্ষেত্রে কেন নুতন করে কোভিড ভ্যান্টিয়ার্স নিয়োগের জন কলকাতায় নুতন প্যানেল অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।কোন উদ্দেশ্যে তাদের বাদ দিয়ে এই কাজ করার অপচেষ্টা চলছে?পৌর সভার প্রসাশক শচিন সিংহ রায় অস্থায়ী কর্মীদের উদ্দেশ্যে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ধমকের সুরে বলেন কেন তাকে আগে কোন রকম
কিছু না জানিয়ে হটাৎ করে আন্দোলন করা হচ্ছে পৌর সভার মধ্যে?রাগে ক্ষোভে চেয়ার থেকে উঠে আন্দোলন কারীদের উদ্দেশ্যে বলেন এসব আন্দোলন করে এখানে কিছু হবেনা।এর পর প্রসাশক শচিন সিংহ রায় আন্দোলনকারীদের বলেন কারা কারা কোভিফ ভলান্টিয়ারসের কাজ করতে চায় তাদের লিখিত আবেদন করতে হবে।পরবর্তীতে প্রশাসক মন্ডলি মিটিং করে সিদ্ধান্ত নেবে কি করা হবে।
পৌর সভার অস্থায়ী কর্মীদের দাবি তাদের যতক্ষন পর্যন্ত না নেওয়া হবে তারা নুতন কোন কর্মীদের নিয়োগ করতে দেবে না।মঙ্গলবারের এই ঘটনায় কালিয়াগঞ্জ পৌর কর্তৃপক্ষ কার্যত বেসামাল হয়ে পরে।কালিয়াগঞ্জ পৌর সভার বেশ।কিছু কর্মী এবং তৃণমূলের সমর্থকদের বলতে শোনা যায় এই বোর্ড নিজেরাই অস্থায়ী তাই কি করে কর্মী নিয়োগ করতে পারে?তাহলে কি এই নিয়োগের পেছনেও কোন খেলা আছে নাকি?সমনে পৌর নির্বাচন এই স্বল্প সময়ের মধ্যে কি ভাবে নিয়োগের মত একটি গুরুত্বপূর্ণ বিষয় এই অস্থায়ী।প্রশাসক মন্ডলীর সদস্যরা করতে পারে?