January 11, 2025

কালিয়াগঞ্জ এর জয়তী কে বিনামূল্যে সুচিকিৎসার জন্য কালিয়াগঞ্জ পৌরসভা করে দিলো স্বাস্থ্য সাথী কার্ড।

1 min read

কালিয়াগঞ্জ এর জয়তী কে বিনামূল্যে সুচিকিৎসার জন্য কালিয়াগঞ্জ পৌরসভা করে দিলো স্বাস্থ্য সাথী কার্ড।

তন্ময় চক্রবর্তী রাজ্যের সাধারণ মানুষদের বিনামূল্যে সু চিকিৎসার খরচ চালানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করেছেন মানবিক একটি প্রকল্প স্বাস্থ্য সাথী। এবার সেই স্বাস্থ্য সাথী কার্ড এর সুবিধা পেতে চলেছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর গুজরি বাজারে দুরারোগে আক্রান্ত জয়তী সাহা। আজ কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে তৈরি করে দেওয়া হলো জয়তীর স্বাস্থ্য সাথী কার্ড।

স্বভাবতই এই কার্ড পেয়ে খুশি জয়তী র জয়দেব সাহা । তিনি কার্ড পাওয়ার পর একদিকে যেমন ধন্যবাদ জানায় কালিয়াগঞ্জ পৌরসভা কে তেমনি ধন্যবাদ জানায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে।

জানা যায় আজ ই সুচিৎসার জন্য জয়তী কে নিয়ে ভেলুর রওনা দিয়েছেন জয় তী র বাবা জয়দেব সাহা।।উল্লেখ্য কলেজ পড়ুয়া এই ছাত্রী দূরারোগ্যে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন দীর্ঘদিন ধরে। তার বাবা তার মেয়ের সুচিকিৎসার এতদিন নিতে পারছিলেন না ভালো কোন জায়গায়। অবশেষে সোশ্যাল মিডিয়ায় জয়তীর দুরবস্থার কথা জানাজানি হওয়ায় রাজনীতির রং ভুলে এগিয়ে আসে যেমন বিভিন্ন রাজনৈতিক দল।

তেমন ভাবে এগিয়ে আসে আপামর সাধারণ মানুষরা। আজ কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে জেলায় প্রথম খুব কম সময়ের মধ্যে জয়তী র বাড়িতে গিয়ে স্বাস্থ্য সাথী কার্ড করে দিলেন কালিয়াগঞ্জ পৌরসভা র স্বাস্থ্য দপ্তরে কর্মীরা।

স্বভাবত এই কার্ড পেয়ে খুশি জয়তী র বাবা জয়দেব সাহা। এদিন যখন স্বাস্থ্য সাথী কার্ড জয়তীর বাড়িতে গিয়ে পৌর কর্তৃপক্ষ করে দিলেন সেই সময় সেখানে হাজির ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক শচীন সিংহ রায়, নির্বাহী আধিকারিক আশুতোষ সরকার, প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য রাজীব সাহা, পৌরসভার কর্মী শুভ প্রতিম রায়, পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর সুরজিৎ কৈরী ,কালিয়াগঞ্জ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অমর গুপ্তা সহ আরো অনেকে। এদিকে পৌরসভার এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণমানুষ। উল্লেখ্য জয়তী সাহার সুচিকিৎসার জন্য পৌরসভার পাশাপাশি তার পাশে এগিয়ে এসেছিলেন কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায়, কালিয়াগঞ্জ এর প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *